সিরাজুল ইসলাম : ২] শুক্রবার এ তথ্য জানিয়েছে পেন্টাগন। সৌদি সামরিক কর্মকর্তার গুলিতে তিন মার্কিন কর্মকর্তা নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইয়ন
৩] গত মাসে ফ্লোরিডার পেনসাসোলা নৌ-বিমান ঘাঁটিতে সৌদি আরবের প্রশিক্ষণার্থী কর্মকর্তার বন্দুকের গুলিতে তিন মার্কিন কর্মকর্তা নিহত হন। আহত হন ৮ জন। পরে হামলাকারী সৌদি বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ সাঈদ আলসামারানি শহরের উপপ্রধান নির্বাহী কর্মকর্তার গুলিতে নিহত হন।
৪] ওই ঘটনার পর সৌদি আরবের সব পাইলট এবং দেশটির ৮৫০ প্রশিক্ষণার্থী কর্মকর্তার শ্রেণিকক্ষে প্রবেশ নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। এটা করা হয় নিরাপত্তার স্বার্থে।
৫] পেন্টাগনের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গেরি রেইড বলেন, কাজে ফিরে যাওয়ার মানে ব্যবসায় ফিরে যাওয়া না। আমরা নিরাপত্তার জন্য কিছু নীতি পরিবর্তন করতে যাচ্ছি। সম্পাদনা:জেরিন