জেরিন : বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া কাজী আলাউদ্দীন (৬২) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।
এর আগে বুধবার রাতে ইজতেমাস্থলে আসার পথে আরো দুই মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন, নরসিংদীর বেলাবো থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার গোলজার (৪০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, ইজতেমা ময়দানে আসার পথে রাত ১১ দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের সাথে প্রথমে ধাক্কা ও পরে চাপা পড়ে মারা যান মুসল্লি সুরুজ মিয়া। একই রাতে টঙ্গী জংশনে ট্রেন থেকে নেমে মালপত্র গুছিয়ে ময়দানে আসার প্রস্তুতি নেয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে মারা যান মুসল্লি গোলজার।