শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু করলো সিনেট, জুরি হিসেবে সিনেটরদের শপথ

আসিফুজ্জামান পৃথিল : কংগ্রেসম্যান অ্যাডাস শিফের অভিযোগ পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই ঐতিহাসিক শুনানী। প্রথম অভিযোগ ছিলো ক্ষমতার অপব্যবহার বিষয়ে। সিএনএন, বিবিসি
ডেমোক্রেট সদস্যরা জানিয়েছেন মার্কিন সংবিধানের প্রথম অনুচ্ছেদ অনুযায়ীই চলবে এই প্রক্রিয়া।
এই শুনানিতে জুরির ভূমিকা পালন করবেন ১০০ সিনেটরের প্রত্যেকেই। প্রথম দিনে তারা সকলেই সাক্ষ্যবহিতে স্বাক্ষর করেছেন। এরপরেই তারা সংবিধান হাতে নিয়ে শপধ গ্রহণ করেন।
তবে কিছু সিনেটর প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন তারা নিরপেক্ষ থাকবেন না। দুইজন রিপাবলিকান সিনেটন মিচ ম্যাককনেল আর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তারা ট্রাম্পের পক্ষেই থাকছেন।
এর আগে ওয়াশিংটন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সিনেট কক্ষে এসে পৌঁছান। তার কাছেই শপথ গ্রহণ করেন সদস্যরা।
জানিয়ে দেয়া হয়েছে, শুনানি চলাকালে কোনও সিনেটর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এর আগে বুধবার, ট্রাম্পকে অভিশংসনের নথি সিনেটে পাঠায় কংগ্রেস।
এদিনই ৭জন হাউজ ম্যানেজারের নাম ঘোষণা করেন স্পিকার ন্যান্সি পেলোসি। এই ৭ জন ট্রাম্পের বিরুদ্ধে কৌশলীর ভূমিকা পালন করবেন।
হাউজ ম্যানেজাররা হলেন; অ্যাডাম স্কিফ, জেরাল্ড নাদলার, জোয় লোফগ্রান, হাকিম জেফরিস, ভাল ডেমিংস, জেসন ক্রো এবং সিলভিয়া গার্সিয়া।
গত ১৮ ডিসেম্বর ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস ট্রাম্পকে অভিশংসিত করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও তিনি বিষয়টিকে অনাকাঙ্খিত ডাইনি শিকার বলে অভিহিত করেছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়