আবুল বাশার নূরু: বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১২ নম্বরে নির্বাচনি প্রচারণা শুরুর সময় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
আতিক বলেন, সরস্বতীপূজার কথা মাথায় রেখে অবশ্যই এটা পেছানোর দাবি করছি। আমাদের খেয়াল রাখতে হবে ধর্ম পালনে কারো যেন কোনো বিঘ্ন না ঘটে।
বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ প্রসঙ্গে আতিক বলেন, আমি বা আমাদের নেতারা যদি বলতো পোস্টার ছিঁড়ত, তাহলে তাবিথ আউয়ালের একটি পোস্টারও থাকতো না। একটা পোস্টারও কেউ ছিঁড়বে না।
আতিক আরও বলেন, আপনারাই দেখুন পুরো ঢাকায় তাবিথ আউয়ালের পোস্টারে ছেয়ে গেছে। আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে। অভিযোগ না করে শেষ পর্যন্ত মাঠে থাকেন, ৩০ জানুয়ারি দেখা যাবে, নৌকা বিজয়ী হবেই।
তিনি বলেন, বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন বস্তিবাসীও আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাদের জন্য বিভিন্ন ধরনের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। আমরা কাজগুলো হাতে নিয়েছি। আমরা মনে করি পুনর্বাসন ছাড়া কোনও উচ্ছেদ করা যাবে না। এটার আইনি দিক আমরা দেখবো। বস্তিতে যে কয়দিন থাকুক না কেন, তাকে ওই কয়দিনের ভাড়া দেওয়ার ব্যবস্থা আমরা করবো। এরকম একটা ডিজাইন তৈরি করেছি আমরা।