জেরিন : শুটিংএর জন্য বছরে কয়েকবার লন্ডনে যেতে হয় বলিউড অভিনেত্রী সোনাম কাপুরের। আর সেখানে চলে ফেরা করে আ্যপস ভিত্তিক উবার গাড়িতে। স¤প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সোনাম কাপুর । সূত্র: এনডিটিভি
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সোনম কাপুর টুইটারে জানিয়েছেন উবারের গাড়ির সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। তিনি বলেছেন, এটা তার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা।
আরেকটি টুইটারে তিনি লিখেছেন, ‘ড্রাইভার ভারসাম্যহীন ছিলেন। গালি দিচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। আর আমি ভয়ে কাঁপছিলাম।’
এরপর আরেক টুইটারে তিনি ভক্তদের উবার ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বলেছেন। তিনি লিখেছেন, ‘প্লিজ সাবধান থাকুন। নিরাপত্তার জন্য উবার ব্যবহার না করে লোকাল পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। খুব ভয় পেয়েছি।’
সোনম কাপুর এবং আনন্দ আহুজার লন্ডনে একটি বাড়ি আছে। তারা সেখানেই বড়দিন পালন করেছেন। বছরে বেশ অনেকটা সময় লন্ডনে কাটান তারা। সোনম কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে।