শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত লোকসভা ও চারটি বিধানসভা নির্বাচনে এক হাজার ২৬৪ কোটি রুপি ব্যয় করেছিলো বিজেপি

সিরাজুল ইসলাম: এ খরচ ২০১৪ সালের নির্বাচনের চেয়ে ৭৭ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত এ সব নির্বাচন হয়। টামইস অব ইন্ডিয়া নির্বাচন কমিশনে দাখিল করা ব্যয় বিবরণীতে দেখা গেছে, এক হাজার ৭৮ কোটি রুপি ব্যয় করা হয়েছে প্রচারণার জন্য। ১৮৬ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করা হয়েছে প্রার্থীদের জন্য।

প্রার্থীদের ব্যয়ের মধ্যে রয়েছে ৬ লাখ ৩৩ হাজার রুপি মিডিয়ার জন্য; ৪৬ লাখ রুপি প্রচার সামগ্রির জন্য; ৯ কোটি ৯১ লাখ রুপি ব্যয় হয়েছে জনসভায়। অন্যান্য খরচ হয়েছে ২ কোটি ৫২ লাখ রুপি। ৪৮ লাখ ৯৬ হাজার রুপি খরচ হয়েছে অপরাধ কর্মকান্ড প্রতিরোধে।

অপরদিকে কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যয় করেছে ৮২০ কোটি রুপি। ২০১৪ সালের এ নির্বাচনে দলটির ব্যয় হয়েছিলো ৫১৬ কোটি রুপি।

লোকসভা এবং অরুণাচল, অন্ধপ্রদেশ, সিকিম ও ওডিশ্যা রাজ্যে নির্বাচনী প্রচারে বিজেপি ব্যয় করেছে ৭৫৫ কোটি রুপি। এর মধ্যে ১৭৫ কোটি ৬৮ লাখ রুপি খরচ হয়েছে তারকাদের প্রচারণায়। ৩২৫ কোটি রুপি খরচ হয়েছে গলমাধ্যমের পেছনে। ২৫ কোটি ৪০ লাখ রুপি খরচ হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। ১৫ কোটি ৯১ লাখ রুপি খরচ হয়েছে জনসভায়। অন্যান্য খরচ ২১২ কোটি ৭২ লাখ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়