শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত লোকসভা ও চারটি বিধানসভা নির্বাচনে এক হাজার ২৬৪ কোটি রুপি ব্যয় করেছিলো বিজেপি

সিরাজুল ইসলাম: এ খরচ ২০১৪ সালের নির্বাচনের চেয়ে ৭৭ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত এ সব নির্বাচন হয়। টামইস অব ইন্ডিয়া নির্বাচন কমিশনে দাখিল করা ব্যয় বিবরণীতে দেখা গেছে, এক হাজার ৭৮ কোটি রুপি ব্যয় করা হয়েছে প্রচারণার জন্য। ১৮৬ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করা হয়েছে প্রার্থীদের জন্য।

প্রার্থীদের ব্যয়ের মধ্যে রয়েছে ৬ লাখ ৩৩ হাজার রুপি মিডিয়ার জন্য; ৪৬ লাখ রুপি প্রচার সামগ্রির জন্য; ৯ কোটি ৯১ লাখ রুপি ব্যয় হয়েছে জনসভায়। অন্যান্য খরচ হয়েছে ২ কোটি ৫২ লাখ রুপি। ৪৮ লাখ ৯৬ হাজার রুপি খরচ হয়েছে অপরাধ কর্মকান্ড প্রতিরোধে।

অপরদিকে কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যয় করেছে ৮২০ কোটি রুপি। ২০১৪ সালের এ নির্বাচনে দলটির ব্যয় হয়েছিলো ৫১৬ কোটি রুপি।

লোকসভা এবং অরুণাচল, অন্ধপ্রদেশ, সিকিম ও ওডিশ্যা রাজ্যে নির্বাচনী প্রচারে বিজেপি ব্যয় করেছে ৭৫৫ কোটি রুপি। এর মধ্যে ১৭৫ কোটি ৬৮ লাখ রুপি খরচ হয়েছে তারকাদের প্রচারণায়। ৩২৫ কোটি রুপি খরচ হয়েছে গলমাধ্যমের পেছনে। ২৫ কোটি ৪০ লাখ রুপি খরচ হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। ১৫ কোটি ৯১ লাখ রুপি খরচ হয়েছে জনসভায়। অন্যান্য খরচ ২১২ কোটি ৭২ লাখ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়