শিরোনাম
◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ লাখ তীর্থযাত্রী যোগ দিলেন গঙ্গা সাগরে

রাশিদ রিয়াজ : প্রবাদে বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। আর সেই কারণেই বুধবার দেশী বিদেশী মিলিয়ে প্রায় ৩১ লাখ তীর্থযাত্রী স্নান করলেন গঙ্গা সাগরে। যার জেরে বুধবার ওই চত্বর পরিনত হয়েছিল মিনি ভারতে।

এবারে যে পরিমাণ ভিড় হয়েছিল তা ভেঙে দিয়েছে গত কয়েক বছরের রেকর্ড। এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। কড়া নিরাপত্তার মধ্যে গত একসপ্তাহ ধরে গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের ভিড় ছিল নজরকারা।

স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে প্রায় ৪০ লক্ষ তীর্থযাত্রী এবারে গঙ্গাসাগরে এসেছেন। পুজো দিয়েছেন আশ্রমে। প্রতি বছরেই পৌষ সংক্রান্তির এক সপ্তাহ আগে থেকে এই মেলা বসে। বিভিন্ন সাধুদের সঙ্গে এই মেলাতে ভিড় জমান তীর্থযাত্রীরা। তাঁদের উপস্থিতিও এবারে ছিল অন্যান্য বারের থেকে অনেকটাই বেশী। নিরাপত্তা সংক্রান্ত কারণে মেলা প্রাঙ্গনে রয়েছে ড্রোণ এবং সিসিটিভির মধ্যে দিয়ে নজরদারি।

কুম্ভ মেলার পরে এই মেলা ঘিরে থাকে সকলের আকর্ষণ। তাই অনেক তীর্থযাত্রীরা ভিড় জমান এখানে। জম্মু, পঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার মধ্যপ্রদেশের পাশাপ্সহি অন্যান্য জায়গা থেকে এবারে তীর্থ যাত্রীরা এসেছেন। যোগ দিয়েছেন এই মেলাতে। মানুষের ভিড় দেখে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কুম্ভ মেলার থেকেও গঙ্গা সাগরে এবারে ভিড় বেশী হয়েছে।

ভিড় এড়াতে মঙ্গলবার সন্ধে থেকেই গঙ্গাসাগরে স্নান সারতে শুরু করেছেন পুণ্যার্থীরা। উত্তরপ্রদেশ থেকে আসা এক বৃদ্ধ দম্পতিও স্নান সেরেছেন মঙ্গলবার সন্ধেয়। পুণ্যস্নানের পুণ্যলগ্ন শুরুর আগেই স্নান সেরে নেওয়া প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, পুণ্যস্নান শুরুর সঙ্গে-সঙ্গে গঙ্গাসাগরে উপচে পড়বে ভিড়। অত ভিড়ে বৃদ্ধ বয়সে স্নান সারতে অসুবিধা হবে। আর তাই কপিলমুনির আশ্রমে পুজো দিয়েই আগেভাগেই সাগরে স্নান সেরেছেন ওই দম্পতি। কোলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়