শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ লাখ তীর্থযাত্রী যোগ দিলেন গঙ্গা সাগরে

রাশিদ রিয়াজ : প্রবাদে বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। আর সেই কারণেই বুধবার দেশী বিদেশী মিলিয়ে প্রায় ৩১ লাখ তীর্থযাত্রী স্নান করলেন গঙ্গা সাগরে। যার জেরে বুধবার ওই চত্বর পরিনত হয়েছিল মিনি ভারতে।

এবারে যে পরিমাণ ভিড় হয়েছিল তা ভেঙে দিয়েছে গত কয়েক বছরের রেকর্ড। এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। কড়া নিরাপত্তার মধ্যে গত একসপ্তাহ ধরে গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের ভিড় ছিল নজরকারা।

স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে প্রায় ৪০ লক্ষ তীর্থযাত্রী এবারে গঙ্গাসাগরে এসেছেন। পুজো দিয়েছেন আশ্রমে। প্রতি বছরেই পৌষ সংক্রান্তির এক সপ্তাহ আগে থেকে এই মেলা বসে। বিভিন্ন সাধুদের সঙ্গে এই মেলাতে ভিড় জমান তীর্থযাত্রীরা। তাঁদের উপস্থিতিও এবারে ছিল অন্যান্য বারের থেকে অনেকটাই বেশী। নিরাপত্তা সংক্রান্ত কারণে মেলা প্রাঙ্গনে রয়েছে ড্রোণ এবং সিসিটিভির মধ্যে দিয়ে নজরদারি।

কুম্ভ মেলার পরে এই মেলা ঘিরে থাকে সকলের আকর্ষণ। তাই অনেক তীর্থযাত্রীরা ভিড় জমান এখানে। জম্মু, পঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার মধ্যপ্রদেশের পাশাপ্সহি অন্যান্য জায়গা থেকে এবারে তীর্থ যাত্রীরা এসেছেন। যোগ দিয়েছেন এই মেলাতে। মানুষের ভিড় দেখে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কুম্ভ মেলার থেকেও গঙ্গা সাগরে এবারে ভিড় বেশী হয়েছে।

ভিড় এড়াতে মঙ্গলবার সন্ধে থেকেই গঙ্গাসাগরে স্নান সারতে শুরু করেছেন পুণ্যার্থীরা। উত্তরপ্রদেশ থেকে আসা এক বৃদ্ধ দম্পতিও স্নান সেরেছেন মঙ্গলবার সন্ধেয়। পুণ্যস্নানের পুণ্যলগ্ন শুরুর আগেই স্নান সেরে নেওয়া প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, পুণ্যস্নান শুরুর সঙ্গে-সঙ্গে গঙ্গাসাগরে উপচে পড়বে ভিড়। অত ভিড়ে বৃদ্ধ বয়সে স্নান সারতে অসুবিধা হবে। আর তাই কপিলমুনির আশ্রমে পুজো দিয়েই আগেভাগেই সাগরে স্নান সেরেছেন ওই দম্পতি। কোলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়