শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাসিড বিক্রির ভয়াবহ চিত্র, ১ দিনে ২৪ বোতল অ্যাসিড কিনলেন দীপিকা

নিউজ ডেস্ক : অ্যাসিড হামলা রুখতে কড়া নির্দেশিকা রয়েছে ভারতের শীর্ষ আদালত থেকে। তারপরও সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আজও সেদেশে দেদার বিক্রি হচ্ছে অ্যাসিড। যার প্রমাণ হাতেনাতে পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গোটা দিন বিভিন্ন জায়গায় ঘুরে খুব সহজেই ২৪ বোতল অ্যাসিড কিনে ফেললেন এই অভিনেত্রী। বাংলাদেশ প্রতিদিন

সমাজের স্বার্থে এবং সকলকে সচেতন করতেই একটি বিশেষ ভিডিও বানিয়েছে দীপিকার টিম 'ছপাক' (Chaapak)। যে ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন সাজে বেরিয়ে 'ছপাক' টিমের বেশকিছু জন সদস্য বিভিন্ন দোকান থেকে অ্যাসিড কিনছেন। যারা এই অ্যাসিড কিনছেন তাদের খুব কম ক্ষেত্রেই বিক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাসিড বিক্রি করছেন দোকানদাররা। গোটা ভিডিওতে মাত্র একজন বিক্রেতাকে ক্রেতার কাছ থেকে পরিচয়পত্র জমা রাখতে বলা হয়। বাকিরা সহজেই অ্যাসিড কিনে ফেলেন। পুরো বিষয়টি দেখে হতবাক দীপিকা।
এই ভিডিও বার্তায় দীপিকা বলেন, যদি আমাদের দেশে অ্যাসিড বিক্রি না হত, তাহলে হয়ত এত নারীকে অ্যাসিড হামলার শিকারও হতে হতো না। তার কথায়, “অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনও প্রস্তাবে কোনও নারী না বললে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়। কিংবা কেউ আপনাকে বিরক্ত করছে আর আপনি তার প্রতিবাদে মুখর হলেন, অথবা নিজের অধিকারের জন্য লড়ছেন, এমন নানান ঘটনায় নারীদের অ্যাসিড হামলার শিকার হতে হয়। অথচ এই অ্যাসিড যদি কিনতেই না পাওয়া যেত, তাহলে হয়ত এত ভয়ঙ্কর ঘটনা ঘটত না। ''

দেখুন গোটা ভিডিওতে দীপিকা অ্যাসিড বিক্রি নিয়ে বর্তমান পরিস্থিতি কীভাবে তুলে ধরেছেন। পুরো ভিডিও দেখে বর্তমান পরিস্থিতির কথা ভাবলে হয়ত আপনিও শিউরে উঠবেন।

প্রসঙ্গত, সদ্য মুক্তিপ্রাপ্ত দীপিকার ছবি 'ছপাক'-এ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। একটি হামলা দিল্লি মধ্যবিত্ত পরিবারের এই মেয়ের জীবনটা বদলে দিয়েছিল। তবে সেদিনের সেই ঘটনা আজও লক্ষ্মীর জীবনে বিভীষিকা। তবে শুধু লক্ষ্মীই কেন এমন বহু নারীই রয়েছেন যাদের জীবনই নিমেষে বদলে দিয়েছে অ্যাসিড হামলার মত এমন ভয়ঙ্কর ঘটনা। তাই অ্যাসিড বিক্রি নিয়ে মানুষকে সচেতন করতেই এমন পদক্ষেপ নিয়েছেন দীপিকা ও পরিচালক মেঘনা গুলজার। সূত্র: নিউজ অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়