শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৎস সম্পদ রক্ষায় অভিযান চলবে সারা বছর, জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লাইজুল ইসলাম : মঙ্গলবার মৎস ও প্রানীসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের প্রথম সাত দিনে (০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত) ১২০১টি বেহুন্দি জাল, পাঁচ কোটি ৬৮ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ৯১৫টি অবৈধ জাল এবং ১০৭৫টি মাছ ধরার নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি আটক করা হয়।

এ সময়ে উপকূলীয় ১৩টি জেলা ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে ১৮৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৫৫টি অভিযান পরিচালিত হয়।

এসময় জব্দকৃত ৩৭৫৬ কেজি জাটকা করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আগামী ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ০৮ দিন ২য় ধাপে সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হবে।

মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান বলেন, বিভিন্ন বাহিনীকে একত্রিত করে এই অভিযান পরিচালিত হয়। চেষ্টা করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধের। জেলেদেরকেও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। তবে মাৎস সম্পদ রক্ষায়, নদী, খাল-বিল বা সমুদ্র নয় হাওড়-বাওড়ে অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়