শিরোনাম
◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরবাসীকে নানান সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিলেন জাপার মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন

শাহীন খন্দকার : ডেঙ্গু, জলাবদ্ধতা ও যানজটমুক্ত নিরাপদ রাজধানী গড়ে তোলার লক্ষ্যে সাইফুদ্দিন আহমেদ মিলন কাজ করার প্রতিশ্রুতি দিলেন নগরবাসীকে, তিনি ভোটারের সমর্থ ন নিয়ে নির্বাচিত হয়ে আসতে দক্ষিণ সিটি করপোরেশকে রাজধানী তিলোত্তমা নগরি হিসেবে গড়ে তোলা হবে জানালেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরু করেন জাপার কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল থেকে।

যদিও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। অথচ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শেষ পর্যন্ত ৫ দিন পর তিনি নির্বাচনি প্রচারণায় নামেন।

তিনি জানান, গত ১০ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুই দিনের সফরে রংপুর ও লালমনিরহাটে যান। ওই সময় তার সফরসঙ্গী ছিলেন সাইফুদ্দিন মিলনও। এরপর রবিবার (১২ জানুয়ারি) তারা ঢাকায় ফিরে আসেন।

মিলন বলেন, ‘প্রতীক বরাদ্দের দিনই আমি রংপুর চলে গিয়েছিলাম জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবর জিয়ারতের মধ্য দিয়ে ঢাকায় ফিরে এসে প্রচারণায় ভোটারের কাছে যাচ্ছি।

এদিকে জাপা নেতারা বলছেন, ডিএসসিসি নির্বাচনে দলের মেয়র প্রার্থীর জয়ের কোনো সম্ভাবনা নেই। এই নির্বাচনে মেয়র পদে প্রতিযোগিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের অনুরোধেই মেয়র পদে আমরা নির্বাচন করছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জাপার প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়