শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরবাসীকে নানান সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিলেন জাপার মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন

শাহীন খন্দকার : ডেঙ্গু, জলাবদ্ধতা ও যানজটমুক্ত নিরাপদ রাজধানী গড়ে তোলার লক্ষ্যে সাইফুদ্দিন আহমেদ মিলন কাজ করার প্রতিশ্রুতি দিলেন নগরবাসীকে, তিনি ভোটারের সমর্থ ন নিয়ে নির্বাচিত হয়ে আসতে দক্ষিণ সিটি করপোরেশকে রাজধানী তিলোত্তমা নগরি হিসেবে গড়ে তোলা হবে জানালেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরু করেন জাপার কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল থেকে।

যদিও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। অথচ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শেষ পর্যন্ত ৫ দিন পর তিনি নির্বাচনি প্রচারণায় নামেন।

তিনি জানান, গত ১০ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুই দিনের সফরে রংপুর ও লালমনিরহাটে যান। ওই সময় তার সফরসঙ্গী ছিলেন সাইফুদ্দিন মিলনও। এরপর রবিবার (১২ জানুয়ারি) তারা ঢাকায় ফিরে আসেন।

মিলন বলেন, ‘প্রতীক বরাদ্দের দিনই আমি রংপুর চলে গিয়েছিলাম জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবর জিয়ারতের মধ্য দিয়ে ঢাকায় ফিরে এসে প্রচারণায় ভোটারের কাছে যাচ্ছি।

এদিকে জাপা নেতারা বলছেন, ডিএসসিসি নির্বাচনে দলের মেয়র প্রার্থীর জয়ের কোনো সম্ভাবনা নেই। এই নির্বাচনে মেয়র পদে প্রতিযোগিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের অনুরোধেই মেয়র পদে আমরা নির্বাচন করছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জাপার প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়