শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা বন্দরের পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পাল্টাতে চাইছে বিজেপি

সাইফুর রহমান : রোববার কলকাতা বন্দরের নাম পাল্টে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর মোদীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদলানোর দাবি তুলেছেন। তিনি বলেন, কলকাতার অন্যতম সেরা স্থাপত্যের নাম রাখতে হবে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নামে। ইন্ডিয়া টুডে, নিউজ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মোদীর এই বক্তব্যের পর সুব্রমণ্যম স্বামী এক টুইটে বলেন, আমার মনে হয় এবার ইতিহাস বদলানোর সময় এসেছে। এবার প্রধানমন্ত্রীর উচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম রানি ঝাঁসি সম্পর্ক মহল রাখা উচিত। কারণ মহারানি ভিক্টোরিয়া ঝাঁসির রানিকে সরিয়েই ভারত দখল করে ৯০ বছর ধরে ভারতে লুটতরাজ চালিয়েছে। তার এই টুইটের পর ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মূলধারার গণমাধ্যমগুলোতেও জল্পনা শুরু হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এবিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ভারতের কলকাতা শহরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি মূলত মহারানি ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ যা রাণীর স্মৃতিকে ধরে রাখতে ব্রিটিশ আমলে তৈরি করা হয়। ১৯০৬ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯২১ সালে শেষ হওয়া এই স্মৃতিসৌধ দীর্ঘ সময় ধরে ভারতীয় উপমহাদেশের অনেক ইতিহাসের সাক্ষী। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়