শিরোনাম
◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করলো চট্টগ্রাম

আক্তারুজ্জামান : প্লে-অফেই থামতে হলো্ ঢাকা প্লাটুনকে। বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো মাশরাফি বিন মুর্তজার দল। অন্যদিকে কোয়ালিফায়ার টুতে জায়গা পেলো মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান করে ঢাকা।জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে তরী নোঙর করে ইমরুল কায়েসরা। কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হতে যাওয়া খুলনা ও রাজশাহীর মধ্যে পরাজিত দলের বিরুদ্ধে খেলবে চট্টগ্রাম।

কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে নেমে ভালো শুরু করতে পারেনি রাজধানীর দলটি। শাদাব খান ও থিসারা পেরেরার ব্যাটে ভর করে প্রায় দেড়শো ছোঁয়া রান তোলে ঢাকা। মাশরাফি কোনো রান না পেলেও ১৪ বলে ৪০ রানের জুটি গড়েছেন শাদাব খানকে নিয়ে। শাদাব ৬৪ ও পেরেরা ২৫ রান করেন। এ ছাড়া শুরুর দিকে ৩১ রান করেন মুমিনুল।

চট্টগ্রামের হয়ে বল হাতে রায়াদ এমরিত ৩টি, নাসুম আহমেদ ও রুবেল হোসেন ২টি করে উইকেট শিকার করেন। দলনায়ক রিয়াদ একটি উইকেটের দেখা পান।

ক্রিস গেইল, জিয়াউর রহমান, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কোনো বিপদ ছাড়াই টুর্নামেন্টে টিকে রইলো বন্দর নগরীর দলটি। গেইল ৩৯, জিয়া ২৫, ইমরুল ৩২, মাহমুদউল্লাহ অপরাজিত ৩৪ ও ওয়ালটন অপরাজিত ১২ রান করেন।

ব্যাট হাতে ৬৪ রান করার পর বল হাতে ঢাকার হয়ে দুটি উইকেট নেন শাদাব খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়