শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করলো চট্টগ্রাম

আক্তারুজ্জামান : প্লে-অফেই থামতে হলো্ ঢাকা প্লাটুনকে। বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো মাশরাফি বিন মুর্তজার দল। অন্যদিকে কোয়ালিফায়ার টুতে জায়গা পেলো মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান করে ঢাকা।জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে তরী নোঙর করে ইমরুল কায়েসরা। কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হতে যাওয়া খুলনা ও রাজশাহীর মধ্যে পরাজিত দলের বিরুদ্ধে খেলবে চট্টগ্রাম।

কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে নেমে ভালো শুরু করতে পারেনি রাজধানীর দলটি। শাদাব খান ও থিসারা পেরেরার ব্যাটে ভর করে প্রায় দেড়শো ছোঁয়া রান তোলে ঢাকা। মাশরাফি কোনো রান না পেলেও ১৪ বলে ৪০ রানের জুটি গড়েছেন শাদাব খানকে নিয়ে। শাদাব ৬৪ ও পেরেরা ২৫ রান করেন। এ ছাড়া শুরুর দিকে ৩১ রান করেন মুমিনুল।

চট্টগ্রামের হয়ে বল হাতে রায়াদ এমরিত ৩টি, নাসুম আহমেদ ও রুবেল হোসেন ২টি করে উইকেট শিকার করেন। দলনায়ক রিয়াদ একটি উইকেটের দেখা পান।

ক্রিস গেইল, জিয়াউর রহমান, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কোনো বিপদ ছাড়াই টুর্নামেন্টে টিকে রইলো বন্দর নগরীর দলটি। গেইল ৩৯, জিয়া ২৫, ইমরুল ৩২, মাহমুদউল্লাহ অপরাজিত ৩৪ ও ওয়ালটন অপরাজিত ১২ রান করেন।

ব্যাট হাতে ৬৪ রান করার পর বল হাতে ঢাকার হয়ে দুটি উইকেট নেন শাদাব খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়