শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সপ্তাহে সাধারণ জনগণের সেবায় নিয়জিত এই পুলিশ ভাইটি? (ভিডিও) 

মুসবা তিন্নি : দেশের অভ্যন্তরে দূর্নীতিরোধের কাজে যারা নিয়জিত তারাই যদি অতি সাধারণ রিকশাওয়ালার কাছে থেকে অর্থ নিয়ে দূর্নীতি করে, তাহলে জনগণের ভরসার জায়গা কি তারা তৈরি করতে পারবেন কখনো? বারবার এই প্রশ্নটি এখন জনমনে তৈরি হচ্ছে।

অাজ বুধবার রাজধানীর দক্ষিন যাত্রাবাড়ীর একটি ফ্ল্যাটের বারান্দা থেকে এমনই একটি দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। যা ইতিমধ্যে ব্যপকভাবে প্রশ্নবিদ্ধ করছে সাধারণ জনগণকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যটারিচালিত রিকশার চালক তার রিকশার সিটে বসে থাকা একজন পুলিশ সদস্যের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। তারপর পুলিশ সদস্যটি রিকশা থেকে নেমে যাওয়ার পর রিকশাচালকটি তার রিকশা নিয়ে চলে যান।

এমন দৃশ্য শুধু রাজধানীর যাত্রাবাড়ীরই নয়, ঢাকা শহরের বড় বড় রাস্তাগুলোতে (যেখানে রিকশা চলাচল নিষিদ্ধ) সেখানেও মাঝে মাঝে টাকা নিয়ে রিকশা ছেড়ে দেয়ার ঘটনা ঘটে থাকে। রাজধানীতে সব জায়গায় রিকশা চলতে দেয়ার অনুমতি নেই বিশেষ করে ব্যটারি চালিত রিকশাগুলোকে বড় রাস্তায় অাসতে দেয়া হয়না, তারপরও টাকার বিনিময়ে এসমস্ত রিকশাগুলোকে পুলিশ ছেড়ে দেয়। এই বেপরোয়া বিষয়গুলো থেকেই রোড অ্যাক্সিডেন্টের মতো ভয়াবহ ঘটনাগুলো হয়।

দেশের নিরাপত্তার কাজেই যারা নিয়জিত তারাই যদি এমন অনিরাপদ কাজের প্রশ্রয়দাতা হন, তাও আবার অর্থের বিনিময়ে, তাহলে অশিক্ষিত রিকশাওয়ালারা কি করবেন? তারা তো জানতে পারছেন অর্থ দিলেই পুলিশ তাদের ছেড়ে দেয়, তাই নিজের উপার্জন থেকে সামান্য অর্থ হয়তো তারাও বাঁচিয়ে রাখেন পুলিশের জন্য ।

https://www.facebook.com/fkabirsanto/videos/608610019949887/

  • সর্বশেষ
  • জনপ্রিয়