শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ছড়িয়ে পড়া রহস্যজনক ভাইরাসে ৪৪ জন আক্রান্ত

মাজহারুল ইসলাম : চীনের মধ্যাঞ্চল ইউহান শহরে 'রহস্যজনক' নিউমোনিয়ার আক্রমণ দেখা দিয়েছে। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার পর্যন্ত রহস্যজনক এই ভাইরাসে অন্তত ৪৪ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ কারণে ওই এলাকা থেকে আসা পর্যটকদের পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং।

এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে, এই ভাইরাসের সঙ্গে হয়তো সার্স-সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম রোগের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। প্রাণঘাতী এই রোগটি ফ্লু এর মতোই। চীনে উৎপত্তি হওয়ার পর সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২ থেকে ২০০৩ সালে সারাবিশ্বে ৭’শ মানুষ প্রাণ হারিয়েছিলো।

রহস্যজনক এই ভাইরাসের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের শঙ্কা ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে, অত্যন্ত সংক্রামক এই রোগের সঙ্গে হয়তো নতুন রহস্যজনক এই ভাইরাসের মিল রয়েছে। ইউহানের পুলিশ জানিয়েছে, যাচাই ছাড়াই ভুল বা মিথ্যা তথ্য ইন্টারনেটে প্রকাশ বা ফরোয়ার্ড করার অভিযোগে এ পর্যন্ত ৮ জনকে শাস্তি দেয়া হয়েছে।

গতকাল ইউহানের স্বাস্থ্য বিভাগটির ওয়েবসাইটে বলা হয়, এরই মধ্যে সংক্রমণের বেশ কয়েকটি উৎস, যেমন ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্ট সংক্রান্ত অন্যান্য রোগের সংশ্লিষ্টতার দাবি নাকচ করেছেন তারা। তবে সেখানে সার্সের কথা উল্লেখ করা হয়নি। এ ছাড়া মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনও উপসর্গ পাওয়া যায়নি। তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শহরের একটি সিফুড বা সামুদ্রিক খাবারের বাজারে কাজ করতো। তবে ঘটনার পর ওই এলাকা পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সংক্রমণ সম্পর্কে তারা সচেতন রয়েছে। চীনের সরকারের সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়