শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শুরুতেই কলকাতায় বাড়ল গ্যাসের দাম সাড়ে ২১ রুপি

রাশিদ রিয়াজ : ডিসেম্বরের প্রথমেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বছর শেষে তা ফের বাড়ল। কলকাতায় ভরতুকিবিহীন গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৭৪৭ রুপি। ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭২৫ টাকা ৫০ পয়সা। ৩১ দিনের মাথায় সেই দাম বাড়ল ২১ টাকা ৫০ পয়সা। ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন দাম। এই নিয়ে চার মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪৬ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভরতুকির পরিমাণও। পুজোর আগে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সে বার কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের ১৪.২ কেজি ওজনের ভরতুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম ১২.৫ থেকে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। আরও একবার গ্যাসের দাম কমালো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।

কেন্দ্রের মোদি সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। ভরতুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। তবে পরে ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকেরা। এবার সেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল।

সবজি, মাছ, মাংসের দাম বাড়ছে হু হু করে বাড়ছে। ঊর্ধ্বমুখী দামের জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এই পরিস্থিতির মাঝে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। বছরের প্রথম দিন থেকেই কার্যকর নয়া দাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়