শিরোনাম
◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ সালে বলিউডের সেরা ৫ অভিনেতা

নিউজ ডেস্ক: বলিউডের ২০১৯ সালের সেরা অভিনেতার তালিকায় রয়েছে ৫ জন। এই তালিকায় রয়েছে অভিজ্ঞদের সঙ্গে রয়েছে নতুনদের মুখ। কালের কণ্ঠ

তালিকাটি করার সময় দুটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমত অভিনয় ও দ্বিতীয়ত সেই অভিনয় কীভাবে বিশাল সংখ্যক মানুষকে টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখতে বাধ্য করেছেন।

১.আয়ুষ্মান খুরানা : যতেœ তৈরি কমার্শিয়াল ছবির নব্য পোস্টার বয় হলেন আয়ুষ্মান। ২০১৯ সালে আয়ুষ্মান অতিরিক্ত পরিশ্রম করেছেন। ‘আর্টিকল ১৫’, ‘ড্রিমগার্ল’ ও ‘বালা’ প্রায় ব্যাক টু ব্যাক রিলিজ ছিল। পারফরম্যান্স ছাড়াও আয়ুষ্মান ভাল ব্যবসা এনে দিয়েছেন ছবিকে। আয়ুষ্মান-অভিনীত ছবিগুলিকে বেশ বিরল বলা যায় বাণিজ্যিক সাফল্য রয়েছে। আবার সমালোচকদের প্রশংসা রয়েছে।

২. রণবীর সিং : ২০১৮ সালে ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’-র পরে রণবীর পর্দায় নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন ‘গালি বয়’-এর মুরাদ আহমেদ চরিত্রের জন্য। এই চরিত্রটি খুব সহজ ছিল না। অনেক লেয়ারস রয়েছে এই চরিত্রে। দুমাস আগে দর্শক তাঁকে দেখেছেন খাকি উর্দি পরা সিম্বার ভূমিকায়। দুটি ছবির মধ্যে ব্যবধান কম কিন্তু রণবীর সেই কারণে অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা। তিনি যে চরিত্র অনুযায়ী নিজেকে বদলে ফেলতে পারেন খুব কম সময়ের ব্যবধানে।

৩. ভিকি কৌশল : 'উরি'-তে আদিত্য ধর চরিত্রটির কিছু সংলাপ নিয়ে আপত্তি থাকতে পারে। কিন্তু এই ছবিটি খুব যতেœ তৈরি সেটা অস্বীকার করার উপায় নেই। অত্যন্ত ওয়েল-প্যাকেজড ছবি ‘উরি’– সিনেম্যাটোগ্রাফি, আবহ সবকিছুই ভাল। ‘উরি’ ছবিতে সেনাবাহিনীর এক পদস্থ অফিসারের চরিত্রে ভিকি অনবদ্য।

৪. অমিতাভ বচ্চন : ১টি বছরের বিষয় নয়, অমিতাভ বচ্চনের ক্ষেত্রে এটা কয়েক দশক জুড়ে বিস্তৃত। পর্দায় তিনি যে কোনো মুহূর্তকে জাদুময় করে দিতে পারেন। কিন্তু বিগ বি-র সবচেয়ে বড় দিক হল তিনি শুধু বড় তারকা নন, তিনি তার থেকে বড় একজন শিল্পী। তাই চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার প্রয়োজনে নিজেকে অনায়াসে গুটিয়ে নিতে পারেন। কখনোই সিনেমাকে ছাপিয়ে যেতে চান না। ঠিক তেমনটি দেখা গিয়েছে সুজয় ঘোষের 'বদলা'-তে। ওই ছবিতে তিনি তাপসী পন্নুকে যেভাবে স্পেস দেন তার জন্যই তিনি বড় তারকার চেয়ে বড়।

৫. মনোজ বাজপেয়ী : তিনি হলেন সেই ঘরানার অভিনেতা যাঁরা পর্দায় খুব বেশি কাজ না করেও চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারে। অভিষেক চৌবে-র ছবি ‘সোনচিড়িয়া’-তে ডাকু মান সিংয়ের চরিত্রে মনোজ ঠিক সেই কাজটি করেছেন। কখনো কোনো ডাকাত সম্পর্কে আমরা 'অভিজাত' বা 'মানবিক' এই সব শব্দগুলো কি ব্যবহার করি? এই ছবির ক্ষেত্রে সেটা করতে বাধ্য হবেন দর্শক। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়