আসিফুজ্জামান পৃথিল : রোববারই বন্ধ হয়ে যায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এর আগেই বন্ধ হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া । সারা ভারতের বিশ্বিবদ্যালয় শিক্ষার্থীরাই, জামিয়া মিলিয়ায় ওপরে পুলিশের বর্বর হামলার প্রতিবাদে পথে নেমেছেন। এনডিটিভি
লক্ষৌ বিশ্ববিদ্যালয়ে পুলিশের উপর পাথর নিয়ে হামলা করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ সব দরজা বন্ধ করে দিলে অবরুদ্ধ অবস্থাতেই তৈরী হয় বড় ধরণের বিক্ষোভ। বড় ধরণের বিক্ষোভ হয়েছে মুম্বাই, চেন্নাই ও কানপুর আইআইটিতে। এই আন্দোলনে সংহতি জানিয়ে মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অব স্যোশাল সায়েন্সেস এর শিক্ষার্থীরা ক্লাস বয়কট করেছে। খন্ড বিক্ষোভ হয়েছে মুম্বাই বিশ^বিদ্যালয়ে। দিল্লির তীব্র ঠান্ডায় খালি গায়ে মিছিল করেছে জামিয়া শিক্ষার্থীরা।
এদিকে বিক্ষোভের ঘোষণা দিয়েছে আইআইটি বেঙ্গালুরু, বেনারস হিন্দু বিশ^বিদ্যালয়, উত্তর প্রদেশ এবং চন্ডিগড় বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা। রোববার মধ্যরাতেই হায়দ্রাবাদের মাওলানা আজাদ উর্দূ বিশ্ববিদ্যালয় এবং বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল করেছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সম্পাদনা : ইকবাল খান