শিরোনাম
◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর ◈ জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল ◈ দুর্নীতি মামলায় সাজা: রায় নিয়ে যা বললেন টিউলিপ সিদ্দিক ◈ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতে সাজা: বাংলাদেশে প্রভাব এবং ভবিষ্যৎ রাজনীতি ◈ ক্ষমতায় না থেকেও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে: শফিকুর রহমান (ভিডিও) ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা ◈ চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ◈ ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন দিলো একনেক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০২ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বিএসএমএমইউতে সুচিকিৎসা হচ্ছে না, বললেন সেলিমা রহমান

সারোয়ার জাহান: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁর বোন সেলিমা রহমান বলেছেন, মেডিক্যাল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বিএসএমএমইউতে সুচিকিৎসা হচ্ছে না।

সোমবার বিকেল ৩টার দিকে তাঁরা হাসপাতালে প্রবেশ করেন, বেরিয়ে আসেন ৪টা ২৫ মিনিটের দিকে।

প্রায় দেড় ঘণ্টা সাক্ষাৎ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ আদালতে খালেদা জিয়ার যে মেডিক্যাল রিপোর্ট দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁর শরীর খুব খারাপ। সুগার ফল করেছে। এখানে তাঁর কোনো সুচিকিৎসা হচ্ছে না।’

পরিবারের সদস্যদের মধ্যে আরো ছিলেন সেলিমা ইসলামের স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, তাদের ছেলে অভিক এস্কান্দার।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন চৌধুরী দিদার বলেন, ‘নিয়মিত দেখা করার অংশ হিসেবে তাঁরা দেখা করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন না হওয়ায় এ বিষয়ে ম্যাডামের পরামর্শ নেওয়া হবে।’

সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়