শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০২ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বিএসএমএমইউতে সুচিকিৎসা হচ্ছে না, বললেন সেলিমা রহমান

সারোয়ার জাহান: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁর বোন সেলিমা রহমান বলেছেন, মেডিক্যাল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বিএসএমএমইউতে সুচিকিৎসা হচ্ছে না।

সোমবার বিকেল ৩টার দিকে তাঁরা হাসপাতালে প্রবেশ করেন, বেরিয়ে আসেন ৪টা ২৫ মিনিটের দিকে।

প্রায় দেড় ঘণ্টা সাক্ষাৎ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ আদালতে খালেদা জিয়ার যে মেডিক্যাল রিপোর্ট দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁর শরীর খুব খারাপ। সুগার ফল করেছে। এখানে তাঁর কোনো সুচিকিৎসা হচ্ছে না।’

পরিবারের সদস্যদের মধ্যে আরো ছিলেন সেলিমা ইসলামের স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, তাদের ছেলে অভিক এস্কান্দার।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন চৌধুরী দিদার বলেন, ‘নিয়মিত দেখা করার অংশ হিসেবে তাঁরা দেখা করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন না হওয়ায় এ বিষয়ে ম্যাডামের পরামর্শ নেওয়া হবে।’

সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়