শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটকল শ্রমিকদের অনশন স্থগিতের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন : পাটকল শ্রমিকদের অনশন (ফাইল ছবি)১১ দফা দাবিতে আন্দেলনরত বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ ও পাটকল শ্রমিক লীগের সঙ্গে বিজেএমসির রবিবারের (১৫ ডিসেম্বর) বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় বিজেএমসির অনুরোধে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের চলা অনশন স্থগিতের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ২২ ডিসেন্বর নির্ধারণ হয়েছে। অনশন কর্মসূচি স্থগিতের পর রবিবার পাট মন্ত্রণালয় ও বিজেএমসিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিজেএমসির চেয়াম্যান আব্দুর রউফ জানান, গত ১৪ ডিসেন্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তিনি শ্রমিকদের মজুরি কমিশনে জন্য প্রকৃতপক্ষে কী পরিমাণ অর্থ প্রয়োজন তা জানতে চেয়েছেন। সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। তাই সঠিক হিসাবের জন্য সময় প্রয়োজন। এ কারণে বিজেএমসির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রমিক নেতাদের কাছে আরও সময় চেয়ে নেন। তাই অনশন কর্মসূচি আগামী ২২ ডিসেন্বর পর্যন্ত স্থগিত করেছেন তারা।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. লোকমান হোসেন মিয়া, শ্রম ও কর্মসংস্থান সচিব কেএম আলী আজম, মহাপরিচালক একেএম মিজানুর রহমানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

পাটকল সংগ্রাম পরিষদের নেতা মুরাদ হোসেন ও খলিলুর রহমান জানান, সমস্যার সমাধান হতে পারে বলে তারা আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়