শিরোনাম
◈ পাখির চোখ ভোট, ধর্মনিরপেক্ষ বহুত্বে জোর বিএনপি'র ◈ জলবায়ু সংকটে অস্তিত্বের সীমানায় দক্ষিণ এশিয়া—অসহযোগ নয়, বাঁচাতে হলে এখনই আঞ্চলিক ঐক্য ও যৌথ অভিযোজন জরুরি ◈ বিদেশি মিডিয়া যা বলছে ভারতীয় হাইকমিশনারকে তলব করা নিয়ে ◈ ১৪ মাসে গ্রেপ্তার ফ্যাসিস্টের ৫৬,১৮৭ দোসর, ৭০ ভাগই জামিনে মুক্ত! ◈ অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো বায়ার্ন মিউ‌নিখ ◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাপেক্স ও পেট্রোবাংলার বেশিরভাগ কর্মকর্তাই কাজের প্রতি আগ্রহী নন, বললেন নসরুল হামিদ

শাহীন চৌধুরী: রোববার রাজধানীর কারওয়ান বাজারে বাপেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। বিদ্যুৎজ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অসন্তোষ প্রকাশ করে বলেন, এই দুই সংস্থার বেশিরভাগ কর্মকর্তাই সংস্থা থেকে বের হয়ে যওয়ার পর নানারকম উদ্ভাবনের কথা বলেন। এর কারণ খুঁজে বের করা দরকার।

নসরুল হামিদ বলেন, অনশোরে আমরা গ্যাসের অনুসন্ধান বাড়াতে চাই। পেট্রোবাংলার কাজ হচ্ছে বাপেক্সকে অত্যাধুনিক পদ্ধতি ও কাজের বিষয়ে পরামর্শ দেয়া। প্রতিবছর গ্যাসের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে বাধ্য হয়ে বিদেশ থেকে বেশি দামে গ্যাস আনছি। বিদেশ থেকে বেশি দামে গ্যাস আনার চেয়ে নিজেদের গ্যাস ব্যবহার করতে অনুসন্ধান জরুরি।

এ সময় ‘জিওলজিক্যাল ফিল্ড সার্ভে ফর হাইড্রো কার্বন এক্সপ্লোরেশন ইন বাংলাদেশ: প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জেস’ এবং ‘ড্রাই অ্যাবেন্ডেন্ট অ্যান্ড সাসপেন্ডেন্ট ওয়েলস অব বাংলাদেশ অ্যান্ড রি ভিজিট ফর ফারদার এক্সপ্লোরেশন’- শীর্ষক দুটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়। ম্যানুয়াল দুটি উপস্থাপন করেন বাপেক্সের মহাব্যবস্থাপক অহিদুল ইসলাম ও আলমগীর হোসেন।

অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. আব্দুল হান্নান বলেন প্রমুখ বক্তৃতা করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়