শাহীন চৌধুরী: রোববার রাজধানীর কারওয়ান বাজারে বাপেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। বিদ্যুৎজ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অসন্তোষ প্রকাশ করে বলেন, এই দুই সংস্থার বেশিরভাগ কর্মকর্তাই সংস্থা থেকে বের হয়ে যওয়ার পর নানারকম উদ্ভাবনের কথা বলেন। এর কারণ খুঁজে বের করা দরকার।
নসরুল হামিদ বলেন, অনশোরে আমরা গ্যাসের অনুসন্ধান বাড়াতে চাই। পেট্রোবাংলার কাজ হচ্ছে বাপেক্সকে অত্যাধুনিক পদ্ধতি ও কাজের বিষয়ে পরামর্শ দেয়া। প্রতিবছর গ্যাসের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে বাধ্য হয়ে বিদেশ থেকে বেশি দামে গ্যাস আনছি। বিদেশ থেকে বেশি দামে গ্যাস আনার চেয়ে নিজেদের গ্যাস ব্যবহার করতে অনুসন্ধান জরুরি।
এ সময় ‘জিওলজিক্যাল ফিল্ড সার্ভে ফর হাইড্রো কার্বন এক্সপ্লোরেশন ইন বাংলাদেশ: প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জেস’ এবং ‘ড্রাই অ্যাবেন্ডেন্ট অ্যান্ড সাসপেন্ডেন্ট ওয়েলস অব বাংলাদেশ অ্যান্ড রি ভিজিট ফর ফারদার এক্সপ্লোরেশন’- শীর্ষক দুটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়। ম্যানুয়াল দুটি উপস্থাপন করেন বাপেক্সের মহাব্যবস্থাপক অহিদুল ইসলাম ও আলমগীর হোসেন।
অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. আব্দুল হান্নান বলেন প্রমুখ বক্তৃতা করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী