শিরোনাম

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ দফা দাবিতে সপরিবারে আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা

মহসীন কবির : বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পরিবার আমরণ অনশন করছে। বুধবার সকাল থেকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের গেটের সামনে অনশন শুরু করেন। চ্যানেল২৪

খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের মধ্যে খুলনায় রয়েছে সাতটি ও যশোরে দু’টি। খুলনায় থাকা পাটকলগুলো হলো- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল। আর যশোরের দু’টি জুট মিল হলো- কার্পেটিং ও জেজেআই। শুরু হওয়া অনশনে  দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন- প্লাটিনাম জুট মিলের শ্রমিক হিরন ও খায়ের।

এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে কর্মসূচি শুরু হয় চট্টগ্রামের আমিন জুটমিলের প্রধান ফটকে। বেলা ১১টার দিকে আমরণ অনশন শুরু করেন নরসিংদীর পাটকল শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি এ চলবে। দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩শে নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। তবে দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়