শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনা জিতে কেঁদে ফেললেন সুমা

স্পোর্টস ডেস্ক : নেপালে চলতি সাউথ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনটিও একের পর সোনা জিতে সুখকর করে তুলছে বাংলাদেশ। ইতিমধ্যে দিনের শুরু আর্চারি ইভেন্টে ৩টি সোনা জিতেছে লাল সবুজ প্রতিনিধিরা। দিনের শুরুতে প্রথম সোনা এনে দেন সুমা বিশ্বাস। বিদেশের মাটিতে এই সাফল্য পেয়ে কেঁদে ফেললেন এই আর্চারি।
সোনা জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে চোখ অশ্রুতে ছলছল করছিলো। তার এ জয়ের পেছনে যাদের ভূমিকা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সুমা বিশ্বাস বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসবো। আমার টিম, কোচ তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসছি। তাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আমি কখনও আসতে পারতাম না।’

এর আগে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে আর্চারিতে ভুটানকে হারিয়ে সোনা জিতে নেয় বাংলাদেশের দল।

আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। তার আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

নবম দিনের শুরুতে ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় সোনা জিতেন ইতি খাতুন ও সোহেল খান।

এ পর্যন্ত ১৩তম এসএ গেমসে বাংলাদেশ ১৬টি সোনা, ২৮টি রৌপ্য এবং ৬৬টি ব্রোঞ্জসহ ১১০ টি পদক জিতেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়