শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনা জিতে কেঁদে ফেললেন সুমা

স্পোর্টস ডেস্ক : নেপালে চলতি সাউথ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনটিও একের পর সোনা জিতে সুখকর করে তুলছে বাংলাদেশ। ইতিমধ্যে দিনের শুরু আর্চারি ইভেন্টে ৩টি সোনা জিতেছে লাল সবুজ প্রতিনিধিরা। দিনের শুরুতে প্রথম সোনা এনে দেন সুমা বিশ্বাস। বিদেশের মাটিতে এই সাফল্য পেয়ে কেঁদে ফেললেন এই আর্চারি।
সোনা জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে চোখ অশ্রুতে ছলছল করছিলো। তার এ জয়ের পেছনে যাদের ভূমিকা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সুমা বিশ্বাস বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসবো। আমার টিম, কোচ তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসছি। তাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আমি কখনও আসতে পারতাম না।’

এর আগে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে আর্চারিতে ভুটানকে হারিয়ে সোনা জিতে নেয় বাংলাদেশের দল।

আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। তার আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

নবম দিনের শুরুতে ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় সোনা জিতেন ইতি খাতুন ও সোহেল খান।

এ পর্যন্ত ১৩তম এসএ গেমসে বাংলাদেশ ১৬টি সোনা, ২৮টি রৌপ্য এবং ৬৬টি ব্রোঞ্জসহ ১১০ টি পদক জিতেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়