শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভে বিক্ষিপ্ত সংঘর্ষ ও পুলিশের বাঁধা, মঙ্গলবার ফের মাঠে নামছে বিএনপি

শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলাবাহিনীর হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। একই দাবিতে ১০ ডিসেম্বর সারাদেশে জেলা ও মহানগর সদরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি অভিযোগ করেছে বিক্ষোভ চলাকালে ঢাকা মহানগর দক্ষিণ, সিরাজগঞ্জ, ফরিদপুরে পুলিশ ও আওয়ামী ক্যাডাররা আক্রমণ করে। এতে কমপক্ষে ২০/২৫জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগরে আহত হয়েছেন কোতয়ালী থানা বিএনপি নেতা লিমন, চকবাজার থানা বিএনপির নেতা আতিক, মঈন, হৃদয়সহ ৫ জন এবং শাহবাগ থানার আবদুর রশিদ, সুমন, শাকিল, সুজনসহ ১০/১২ জন আহত ও শাহবাগ থানা বিএনপির মো. রফিক নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

কর্মসূচি চলাকালে ঢাকার বাইরে সিরাজগঞ্জ শহরে বিএনপি মিছিলের ওপরে হামলা হয়েছে। এতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম চোখে রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন। হামলায় অন্তত: ৮জন নেতাকর্মী গুলিতে আহত হয়। পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা করেছে এবং দলীয় কার্যালয়ে আগুণসহ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। এছাড়া ফরিদপুর জেলা বিএনপির মিছিলে পুলিশ হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হয়।

বিক্ষোভ করেছে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ দক্ষিণ মহানগর, উত্তর জেলা এবং জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, জামালপুর, ঠাকুরগাঁও। বগুড়ায় বিএনপির বিক্ষোভে পুলিশ বাধা দিয়ে তিনজনকে আটক করে। সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়