শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলাবাহিনীর হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। একই দাবিতে ১০ ডিসেম্বর সারাদেশে জেলা ও মহানগর সদরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি অভিযোগ করেছে বিক্ষোভ চলাকালে ঢাকা মহানগর দক্ষিণ, সিরাজগঞ্জ, ফরিদপুরে পুলিশ ও আওয়ামী ক্যাডাররা আক্রমণ করে। এতে কমপক্ষে ২০/২৫জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগরে আহত হয়েছেন কোতয়ালী থানা বিএনপি নেতা লিমন, চকবাজার থানা বিএনপির নেতা আতিক, মঈন, হৃদয়সহ ৫ জন এবং শাহবাগ থানার আবদুর রশিদ, সুমন, শাকিল, সুজনসহ ১০/১২ জন আহত ও শাহবাগ থানা বিএনপির মো. রফিক নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
কর্মসূচি চলাকালে ঢাকার বাইরে সিরাজগঞ্জ শহরে বিএনপি মিছিলের ওপরে হামলা হয়েছে। এতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম চোখে রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন। হামলায় অন্তত: ৮জন নেতাকর্মী গুলিতে আহত হয়। পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা করেছে এবং দলীয় কার্যালয়ে আগুণসহ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। এছাড়া ফরিদপুর জেলা বিএনপির মিছিলে পুলিশ হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হয়।
বিক্ষোভ করেছে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ দক্ষিণ মহানগর, উত্তর জেলা এবং জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, জামালপুর, ঠাকুরগাঁও। বগুড়ায় বিএনপির বিক্ষোভে পুলিশ বাধা দিয়ে তিনজনকে আটক করে। সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।