শিরোনাম
◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার নাগরিকত্ব ত্যাগ করছেন অক্ষয়, ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন

মুসবা তিন্নি : তিনি এদেশের নাগরিক নন, কানাডার নাগরিক। এ নিয়ে কিছু কম কথা শুনতে হয় না অক্ষয় কুমারকে । তবে, আক্কির ভক্তদের জন্য এবার একটি সুখবর রয়েছে। কানাডার নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন অক্ষয় কুমার। ইতোমধ্যেই তিনি ভারতের পাসপোর্টের জন্য আবেদনও করে দিয়েছেন বলে নিজেই জানিয়েছেন বলিউডের সুপারস্টার । জি নিউজ বাংলা

সম্প্রতি একটি অনুষ্ঠানে তার ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে মুখ খোলেন অক্ষয়। তিনি বলেন, ''আমি ইতোমধ্যেই ভারতের পাসপোর্টের জন্য আবেদন করে দিয়েছি। আমি মনে প্রাণে ভারতীয়। তবে, আমার ভীষণই কষ্ট হয় যে প্রতি মুহূর্তে আমার কাছে ভারতীয় হওয়ার প্রমাণ চাওয়া হয়। আমার স্ত্রী টুইঙ্কেল এবং আমার দুই সন্তান সকলেই ভারতীয়। আমি এদেশের সরকারকে আয়করও দিই।''

অক্ষয় জানান, ''এক সময় যখন আমার একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হচ্ছিলো, ঠিক সে সময় আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। সে সময় পরপর প্রায় ১৪টা ছবি ব্যর্থ হয়। আমার এক কাছের বন্ধু রয়েছে যে কানাডায় থাকে, সে সময় ওই আমাকে কানাডায় আমন্ত্রণ করে। জানায়, বলে এখানে এসো একসঙ্গে কিছু করা যাবে। সে সময়ই আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। তারপর আবার যখন ১৫ নম্বর ছবি সফল হয়, তারপর আর আমি কানাডায় যাওয়ার কথা ভাবিওনি। তবে, তারপর থেকে নাগরিকত্ব বদলানো হয়নি।''

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে অক্ষয়ের প্রায় সবকটি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়। যার মধ্যে হাউসফুল ৪ ও মিশন মঙ্গল ২০০ কোটির ব্যবসা করে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়