শিরোনাম
◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার নাগরিকত্ব ত্যাগ করছেন অক্ষয়, ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন

মুসবা তিন্নি : তিনি এদেশের নাগরিক নন, কানাডার নাগরিক। এ নিয়ে কিছু কম কথা শুনতে হয় না অক্ষয় কুমারকে । তবে, আক্কির ভক্তদের জন্য এবার একটি সুখবর রয়েছে। কানাডার নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন অক্ষয় কুমার। ইতোমধ্যেই তিনি ভারতের পাসপোর্টের জন্য আবেদনও করে দিয়েছেন বলে নিজেই জানিয়েছেন বলিউডের সুপারস্টার । জি নিউজ বাংলা

সম্প্রতি একটি অনুষ্ঠানে তার ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে মুখ খোলেন অক্ষয়। তিনি বলেন, ''আমি ইতোমধ্যেই ভারতের পাসপোর্টের জন্য আবেদন করে দিয়েছি। আমি মনে প্রাণে ভারতীয়। তবে, আমার ভীষণই কষ্ট হয় যে প্রতি মুহূর্তে আমার কাছে ভারতীয় হওয়ার প্রমাণ চাওয়া হয়। আমার স্ত্রী টুইঙ্কেল এবং আমার দুই সন্তান সকলেই ভারতীয়। আমি এদেশের সরকারকে আয়করও দিই।''

অক্ষয় জানান, ''এক সময় যখন আমার একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হচ্ছিলো, ঠিক সে সময় আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। সে সময় পরপর প্রায় ১৪টা ছবি ব্যর্থ হয়। আমার এক কাছের বন্ধু রয়েছে যে কানাডায় থাকে, সে সময় ওই আমাকে কানাডায় আমন্ত্রণ করে। জানায়, বলে এখানে এসো একসঙ্গে কিছু করা যাবে। সে সময়ই আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। তারপর আবার যখন ১৫ নম্বর ছবি সফল হয়, তারপর আর আমি কানাডায় যাওয়ার কথা ভাবিওনি। তবে, তারপর থেকে নাগরিকত্ব বদলানো হয়নি।''

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে অক্ষয়ের প্রায় সবকটি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়। যার মধ্যে হাউসফুল ৪ ও মিশন মঙ্গল ২০০ কোটির ব্যবসা করে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়