শিরোনাম
◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের হায়দ্রাবাদে এনকাউন্টারে মৃতদের শেষকৃত্যে হাইকোর্টের স্থগিতাদেশ

রাশিদ রিয়াজ : একইসঙ্গে মৃতদেহগুলির ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়েছে ভারতের হাইকোর্ট। শনিবার সন্ধ্যার মধ্যে সেটি কোর্টে জমা দিতে বলা হয়েছে। হায়দ্রাবাদ গণধর্ষণ ও খুন মামলায় ধৃত ৪ জনের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে। কিন্তু সোমবার রাত ৮টা পর্যন্ত মৃতদেহগুলির শেষকৃত্য করা যাবে না বলে জানিয়ে দিল তেলাঙ্গানা হাইকোর্ট। এই এনকাউন্টারের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই শুক্রবার রাতে এই নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশের বক্তব্য, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সামশাবাদের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল ওই চার অভিযুক্তকে। সেই সময় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে তারা। অভিযুক্তদের পালানো আটকাতে গিয়ে পুলিশ ওই চারজনকে লক্ষ্য করে গুলি চালায়। তাতেই মৃত্যু হয় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চারজনের।

যদিও ওই এনকাউন্টের ঘটনায় প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ১৫ জন মহিলা এবং মানবাধিকার কর্মী। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলা হয়নি বলে আবেদনে উল্লেখ করেছিলেন তারা। সেই আবেদনে সাড়া দিয়েই সোমবার সন্ধ্যা পর্যন্ত মৃতদেহের শেষকৃত্য করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত।

এর আগে এনকাউন্টারে মৃত ৪ অভিযুক্তের পরিবার তাদের মৃতদেহ নিতে অস্বীকার করে। যার ফলে স্থির হয়, হায়দ্রাবাদকাণ্ডে চার অভিযুক্তের শেষকৃত্য করবে পুলিশই। জানা গিয়েছে, পুলিশের তরফে এনকাউন্টার স্থল থেকে চারটি মৃতদেহ সরিয়ে এনে মৃতদের বাড়িতে খবর দেওয়া হলেও কোনও পরিবারের তরফেই দেহ নিতে আগ্রহ প্রকাশ করা হয়নি। বরং দেহ যে তারা নেবেন না, তা জানিয়ে দেওয়া হয়েছে। এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়