শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার রাজধানীর পাইকারী কাঁচাবাজারে কর্মরত দুই বাংলাদেশিকে ধর্ষণের অভিযোগে গ্ৰেফতার করেছে গোমবাং পুলিশ। ধর্ষণের শিকার ৩৩বছর বয়সী নারীর মা সোমবার গোমবাং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে ঐ দিন বিকেলে অভিযুক্ত দুই বাংলাদেশিকে মার্কেট (পাচার রাইয়া) সুবাংজায়া থেকে গ্ৰেফতার করে। আটককৃতদের একজনের বয়স ৩৫ অন্য জনের ২৩ বছর। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। গোমবাং পুলিশের বরাতে স্থানীয় দৈনিক মেট্রোতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা ঐ নারীকে ধর্ষণ করে দুই বাংলাদেশি। সম্প্রতি এই ঘটনা ধর্ষণের শিকার নারী প্রকাশ করে। এরপরও নারীর মা বাদী হয়ে দুই বাংলাদেশির নামে ধর্ষণের অভিযোগে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর গোমবাং থানা পুলিশ দুই বাংলাদেশিকে ৩৭৬ ধারায় গ্রেফতার করে ৬ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। সম্পাদনা : তন্নীমা আক্তার