শিমুল মাহমুদ : কারবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। সকাল ১১টায় রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের চাপে গত বৃহস্পতিবার আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট দেয়নি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিএসএমএমইউ কর্তৃপক্ষকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করেননি।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের সঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ও বিচার বিভাগ ঐক্যবদ্ধভাবে বিএনপি চেয়ারপারসনের জামিন বাধাগ্রস্থ করছে। এভাবে চলতে থাকলে কারাবন্দি চেয়ারপারসনের জীবন হুমকির মুখে পড়তে পারে। এমনটা হলে সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও বিচার বিভাগ দায়ি থাকবে।
শনিবার সারাদেশে মিছিল : আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গতকাল শুক্রবার এ কর্মসূচির কথা জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন।
মামুন বলেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ কর্মসূচি ঘোষণা করেছেন।