এস এম নূর মোহাম্মদ : হলি আর্টিজান মামলার ডেথ রেফান্সে হাইকোর্টে এসে পৌঁছেছে।বৃহস্পতিবার বিকেলে তা হাইকোর্টে আসে বলে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। গত ২৭ নভেম্বর হলি আর্টিজান মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুাল।নিয়ম অনুযায়ী বিচারিক আদালত কাউকে মৃত্যুদণ্ড দিলে তা হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠাতে হয়।