শিরোনাম
◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান! ◈ চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ৪১ হাজার ছাড়াল, শুল্কায়ন বন্ধে স্থবির আমদানি-রফতানি কার্যক্রম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার সোনাসহ ২৫টি পদক জিতে তালিকার শীর্ষ চারে বাংলাদেশ

রাকিব উদ্দীন : সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরে চমক দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম দিনে দিপু চাকমার হাত দিয়ে একটি সোনা আসলেও দ্বিতীয় দিনে এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ। ৪টি সোনাসহ মোট ২৫টি পদক জিতে তালিকায় চারে আছে বাংলাদেশ।

১৬টি সোনা জিতে স্বাগতিক নেপাল আছে সবার উপরে। ২৫টি পদক হলেও ৭টি সোনা জয় করে ভারত আছে দুইয়ে। আর তিনে থাকা শ্রীলঙ্কা ৪টি সোনাসহ মোট ৩০টি পদক জিতেছে।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসের এ আসরে ২ ডিসেম্বর প্রথম সোনা জয়ের সুখবর দেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে এই পুরস্কারটি জেতেন তিনি। দিপু ছাড়াও তায়কোয়ান্দো থেকে এদিন আরও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

আজ (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সোনা জেতেন আল আমিন। কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে পদকটি পান তিনি।

দেশের পক্ষে তৃতীয় সোনার পদক আসে মেয়েদের কারাতে ইভেন্টে। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা। সোনা জয়ের লড়াইয়ে ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন মারজানা। তার আগে ২-১ পয়েন্টে নেপালের মানিশ চৌধুরীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

হুমায়রা আক্তার অন্তরা জিতলেন দেশের হয়ে চতুর্থ স্বর্ণ পদক। কারাতে ৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি। এনিয়ে বাংলাদেশ চারটি সোনার পদক পেল। এ রিপোর্ট লেখা অবধি, আজ পেয়েছে তিনটি স্বর্ণ পদক।

এছাড়াও ২টি রূপা ১৯টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশের অ্যথলেটরা। যার সবগুলোই এসেছে কারাতে ও তায়কোয়ান্দো থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়