শিরোনাম
◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না: ড. ইউনূস (ভিডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের স্বর্ণকাণ্ড: আলমারি ভেঙে চুরির নাটক সাজিয়ে ৫৫ কেজি স্বর্ণ আত্মসাৎ কাস্টমস কর্মকর্তাদের ◈ এ‌শিয়া কা‌পের ফাইনালে উঠতে না পারায় ক্রিকেট প্রেমী‌দের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মহানগর আ.লীগের সভাপতি পদে উত্তরে মায়া ও দক্ষিণে মুন্নাফী আলোচনায়

সমীরণ রায়: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা ১১টায় দু্ই মহানগর কমিটির সম্মেলন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা হবে নতুন নেতৃত্ব। সম্মেলনে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোভা পাচ্ছে নেতাদের ছবি সম্বলিত রঙবেরঙের ফেস্টুন ও পোস্টার।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতমধ্যেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বর্তমান কমিটির নেতাদের সাংগঠনিক দক্ষতা যাচাই বাছাই করে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।ফলে মহানগরের ত্যাগি, অভিজ্ঞ ও ক্লিন ইমেজের নেতারা আসছেন নতুন নেতৃত্বে। এরই প্রেক্ষিতে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি পদে শেষ মুহূর্তের আলোচনার শীর্ষে আছেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। এছাড়া বর্তমান সভাপতি একেএম রহমতউল্লাহ, সহ-সভাপতি শেখ বজলুর রহমানের নামও শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির নাম আলোচনার শীর্ষে। এছাড়া বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কাদের খান সভাপতি প্রার্থী হলেও শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন। একই সঙ্গে সদস্য বিএম সিরাজুল ইসলামের নাম আলোচনায় আছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান কমিটির সহ-সভাপতি আবু আহমেদ মুন্নাফী নাম আলোচনার শীর্ষে।এছাড়া অভিন্ন ঢাকা মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, বর্তমান দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নুরুল আমিন রুহুলের নাম শোনা যাচ্ছে। বর্তমান সভাপতি আবুল হাসনাতও থাকতে পারেন।তবে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের ছেলে কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ (তামিম), সহ-সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, মোর্শেদ কামাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, গোলাম সারওয়ার কবীর। সাংগঠনিক সম্পাদক পদের নাম শোনা যাচ্ছে এফ এম শরিফুল ইসলাম। তিনি সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

এ ব্যাপারে আলাপকালে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে।বিগত কমিটিগুলোর তাকালেই বোঝা যায়, দলে নতুন মুখ কিভাবে এসেছে।এবারও নবীন-প্রবীনের সমন্বয়ে কমিটি হবে।দলের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হবে।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমি কোনো পদে প্রার্থী নই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে চাইবেন, সেখানেই থাকবো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কাদের খান বলেন, আমি সভাপতি প্রার্থী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে চাইবেন, সেখানেই কাজ করবো। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়