রাশিদ রিয়াজ : টানা ১৫ বছর ধরে ভারতের বহুল বিক্রিত গাড়ির তালিকায় অল্টোর নাম রয়েছে। সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, ‘অল্টোর কম্প্যাক্ট ডিজাইন, সব রকমের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, জ্বালানির সাশ্রয়, উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য প্রভৃতির কারণে এন্ট্রি লেভেলের গাড়ির ক্রেতাদের কাছে অল্টো বরাবরই খুব প্রিয়।’ নতুন মাইলফলক পেরোলো মারুতি সুজুকির ছোট গাড়ি অল্টো। এখন পর্যন্ত অল্টো মডেলের মোট ৩৮ লাখ গাড়ি বিক্রি হয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
২০০০ সালে আত্মপ্রকাশের পর মাত্র আট বছরের মধ্যে ২০০৮ সালে ১০ লাখ বিক্রির মাত্রা ছাড়িয়ে যায় অল্টো। তারপর ২০১২ সালের মধ্যে ২০ লাখ অল্টো বিক্রি হয়। আরও চার বছরের মাথায় ২০১৬ সালে অল্টোর বিক্রি ৩০ লাখ ছাড়িয়ে যায়, বিবৃতিতে জানিয়েছে মারুতি।
চলতি বছরে বিএস-সিক্স মানের অল্টো এনেছে মারুতি সুজুকি। এক লিটার পেট্রলে এই গাড়ি ২২.৫ কিলোমিটার যাবে বলে দাবি সংস্থাটির। এছাড়া, গাড়িতে এয়ার ব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড অ্যালার্ট সিস্টেম এবং চালক ও সহ-চালকের আসনে সিট বেল্ট রিমাইন্ডারের মতো সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। বর্তমানে বাজারে ২.৮৯ লাখ টাকা থেকে শুরু করে ৪.০৯ লাখ টাকার মধ্যে দাম অল্টোর।