শিরোনাম
◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে গবাদিপশুর ভাইরাসজনিত চর্মরোগে আতঙ্কিত খামারী

মাসুদ রানা, মেহেরপুর : অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব শেষ হতে না হতেই মেহেরপুর জেলায় নতুন রোগ হিসেবে দেখা দিয়েছে গবাদিপশুর ভাইরাসজনিত চর্মরোগ (লাম্পি স্কিন ডিজিজ)। রোগাক্রান্ত গরু নিয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলার তিন উপজেলা প্রাণীসম্পদ অফিসে চিকিৎসা নিয়েছে ৪২৮টি গরু। তবে এই হিসেবের বাইরেও বিভিন্ন গ্রামে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে গবাদিপশু। এ রোগের কোন চিকিৎসা নেই বলে জানিয়েছে প্রাণীসম্পদ বিভাগ।

গবাদিপশু(গরু-মহিষ) এর ভাইরাসজনিত চর্মরোগ (লাম্পি স্কিন ডিজিজ) জেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে। রোগটি শুধুমাত্র গরু ও মহিষকে আক্রান্ত করে। বাংলাদেশে রোগটি নতুনভাবে আবির্ভূত হয়েছে। এ রোগের ভ্যাক্সিনও বাংলাদেশে নেই তাই চিকিৎসা দিতে পারছেন না প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসকরা। তবে এ রোগে মানুষ আক্রান্ত হয় না।

লাম্পি স্কিন ডিজিজ রোগটি মাছি, মশা, আঠালি ও ব্যবহৃত নিডল ও সিরিঞ্জ একাধিক বার ব্যবহারের মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়ে। রোগাক্রান্ত হলে গরুর দুধ উৎপাদন কমে যায়, গবাদিপশু দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়, চামড়ার গুণাগুণ নষ্ট হয়ে যায়। নতুন এই রোগের প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে খামারি ও চাষীরা। গত ২ মাসে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে চিকিৎসা নিয়েছে মেহেরপুর সদর উপজেলায় ১৯৭টি, গাংনী উপজেলায় ১৫৬টি ও মুজিবনগর উপজেলায় ৭৫টি গরু। তবে প্রাণীসম্পদ কর্মকর্তারা খামারিদের আতঙ্কিত না হয়ে সচেতন ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। তবে এখনই এর প্রতিকার করতে না পারলে এ জেলার ২১০ টি দুগ্ধখামার ও গরু লালন পালনের ৪৩৫ টি খামার মালিক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে।

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, লাম্পি স্কিন ডিজিজ রোগটি ১৯২৯ সালে প্রথম জাম্বিয়াতে দেখা যায়। এরপরে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এ বছর এশিয়া মহাদেশের চিন ও ভারতের কিছু কিছু অঞ্চলে দেখা যায়।

সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শাহাবুল ইসলাম জানান, তিনি চাষী মানুষ কৃষি কাজের পাশাপাশি বাড়িতে দুইটি গরু পালন করেন। বেশ কয়েকদিন আগে দেখেন একটি গরুর শরীরে চামড়া গোল গোল আকৃতিতে ফুলে উঠেছে। তারপর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে আসলে চিকিৎসক জানান এটা ভাইরাসজনিত চর্মরোগ। এখনও এ রোগের তেমন কোন চিকিৎসা আমাদের দেশে নেই। এখন এই গরুটি মারা গেলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই চাষী।

গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের গরু খামারী সুলতান মাহামুদ শান্ত জানান, তার খামারের আশেপাশে কয়েক জনের বাড়ির গরুর এ রোগ হয়েছে। তবে এ রোগ প্রতিকারে দ্রুত ভ্যাক্সিনের ব্যাবস্থা না করলে বসত বাড়িতে পশুপালনকারী ও খামারীরা বড় ধরনের ক্ষতির শিকার হবে।
মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম জানান, এটি ভাইরাসজনিত চর্মরোগ (লাম্পি স্কিন ডিজিজ), বাংলাদেশে রোগটি নতুনভাবে আর্বিভুত হয়েছে। এ রোগের ভ্যাক্সিনও বাংলাদেশে নেই তাই আমরা সঠিক চিকিৎসাও দিতে পারছিনা।

মেহেরপুরে এখন পর্যন্ত এ রোগে কোন পশু মারা যায়নি। এ রোগে শুধুই গবাদিপশু(গরু-মহিষ) আক্রান্ত হয় কিন্তু মানুষ আক্রান্ত হয় না। তবে এই রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া ঠিক হবে না। খামারী ও গবাদিপশু পালনকারীরা সচেতন হলেই এই রোগের প্রকোপ কমবে। সে লক্ষে প্রাণীসম্পদ বিভাগ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে আলোচনা করছেন ও লিফলেট বিতরণ অব্যহত রেখেছেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়