শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলদ জাতি এভাবেই বলদামির রেকর্ড গড়ে!

কামরুল হাসান মামুন : ঢাকা শহরের প্রতি ৫.৩৮ বর্গ কিলোমিটারে একটি বিশ্ববিদ্যালয়। বিশ্বে দ্বিতীয় আরেকটি রাজধানী পাওয়া যাবে না যেখানে বিশ্ববিদ্যালয়ের এত ঘনবসতি।আসলে আমরা বিশ্বে বিস্ময়ই বটে। মানুষের উর্বরতার দিক থেকেও আমরা বিশ্বে এক নম্বর। শুধুই কি তাই। Non-English speaking দেশের মধ্যে আমাদের রাজধানীতে সর্বোচ্চ সংখ্যক ইংরেজি মাধ্যম স্কুল আছে। আমি এও নিশ্চিত আমাদের রাজধানী ঢাকাতেই বিশ্বে সবচেয়ে বেশি ঘনত্বের ক্লিনিক ও diagnostic সেন্টার আছে। কোন দেশের রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি চোর ডাকাত লুটেরা পাওয়া যাবে? উত্তর ঢাকা।ফেসবুক থেকে

এই বিশ্বে সবচেয়ে বেশি খরচে সবচেয়ে নিম্ন মানের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট বানানোর দিক থেকেও আমরা এক নম্বরে। আমাদের ঢাকা শহরের রাস্তাতেই চলে সর্বোচ্চ সংখ্যক বিলাসবহুল প্রাদো, পাজেরো ইত্যাদি গাড়ি। বিশ্বে যদি একটি জরিপ করা হয় কোন দেশের রাজধানীর মানুষরা তাদের পার্সোনাল গাড়ি নিজে না চালিয়ে ড্রাইভার দিয়ে চালানোর সক্ষমতা সবচেয়ে বেশি রাখে? আমি নিশ্চিত উত্তর হবে ঢাকা। কোন দেশের হঠাৎ মিলিওনার বিলিওনার হয়ে যেতে পারে? সেই উত্তরও ঢাকা। এই রাজধানীর চার পাশে পাঁচটি নদী আর এক সময় এর ভিতরে শত শত খাল ছিল। নদী আর খালকে নর্দমা বানানো আর মেরে ফেলার দিক থেকেও আমরা বিশ্বে এক নম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়