কামরুল হাসান মামুন : ঢাকা শহরের প্রতি ৫.৩৮ বর্গ কিলোমিটারে একটি বিশ্ববিদ্যালয়। বিশ্বে দ্বিতীয় আরেকটি রাজধানী পাওয়া যাবে না যেখানে বিশ্ববিদ্যালয়ের এত ঘনবসতি।আসলে আমরা বিশ্বে বিস্ময়ই বটে। মানুষের উর্বরতার দিক থেকেও আমরা বিশ্বে এক নম্বর। শুধুই কি তাই। Non-English speaking দেশের মধ্যে আমাদের রাজধানীতে সর্বোচ্চ সংখ্যক ইংরেজি মাধ্যম স্কুল আছে। আমি এও নিশ্চিত আমাদের রাজধানী ঢাকাতেই বিশ্বে সবচেয়ে বেশি ঘনত্বের ক্লিনিক ও diagnostic সেন্টার আছে। কোন দেশের রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি চোর ডাকাত লুটেরা পাওয়া যাবে? উত্তর ঢাকা।ফেসবুক থেকে
এই বিশ্বে সবচেয়ে বেশি খরচে সবচেয়ে নিম্ন মানের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট বানানোর দিক থেকেও আমরা এক নম্বরে। আমাদের ঢাকা শহরের রাস্তাতেই চলে সর্বোচ্চ সংখ্যক বিলাসবহুল প্রাদো, পাজেরো ইত্যাদি গাড়ি। বিশ্বে যদি একটি জরিপ করা হয় কোন দেশের রাজধানীর মানুষরা তাদের পার্সোনাল গাড়ি নিজে না চালিয়ে ড্রাইভার দিয়ে চালানোর সক্ষমতা সবচেয়ে বেশি রাখে? আমি নিশ্চিত উত্তর হবে ঢাকা। কোন দেশের হঠাৎ মিলিওনার বিলিওনার হয়ে যেতে পারে? সেই উত্তরও ঢাকা। এই রাজধানীর চার পাশে পাঁচটি নদী আর এক সময় এর ভিতরে শত শত খাল ছিল। নদী আর খালকে নর্দমা বানানো আর মেরে ফেলার দিক থেকেও আমরা বিশ্বে এক নম্বর।