শিরোনাম
◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৩৫ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৩ ও ৮৭ ভাগ পাঠকই পড়েননি সাহিত্যে দুই নোবেল বিজয়ীর লেখা

ডেস্ক রিপোর্ট  : এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্ডকে। গত বছরের নোবেল পুরস্কারও ঘোষণা হয় একসঙ্গে, এই স্বীকৃতি পান পোলিশ লেখিকা ওলগা তোকারচুক।
বৃহস্পতিবার এ দুই লেখককে নোবেল দেওয়া হয়। পুরস্কার ঘোষণার পর নোবেল প্রাইজ এর ভেরিফায়েড ফেইসবুক পেজে পরিচালিত জরিপে দেখা যায় বেশিরভাগ পাঠক তাদের লেখা পড়েননি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় শুরু হওয়া পোলিশ লেখিকা ওলগা তোকারচুককে নিয়ে জরিপ শুরু হয়। সর্বশেষ রাত সাড়ে ১১টা পর্যন্ত দেখা যায় ১৩ ভাগ পাঠক তার লেখা পড়েছেন। ৮৭ ভাগ পাঠক পড়েননি। এ সময় পর্যন্ত এ জরিপে ভোট দেন ১৩ শ'র বেশি ব্যক্তি।
এর আগে রাত ৮টায় শুরু হওয়া পিটার হান্ডকেকে নিয়ে শুরু হওয়া জরিপে সাড়ে তিন ঘণ্টায় ভোট দেন পাঁচ হাজার ৪০০'র বেশি। এতে দেখা যায়, ৯৩ ভাগ পাঠক তার লেখার সঙ্গে পরিচিত নন। মাত্র ৭ ভাগ পাঠক তার লেখা পড়েছেন।
দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার বিকেলে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য এই দুইজনের নাম ঘোষণা করে রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সেস।
গত বছর সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার কারণে সাহিত্যে কাউকে পুরস্কার দেওয়া হয়নি। এবারের পুরস্কারের সঙ্গে সেটি ঘোষণা করা হয়।
উৎসঃ   দেশ রুপান্তর
  • সর্বশেষ
  • জনপ্রিয়