শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্ডিয়ানে প্রকাশিত অমিত চৌধুরীর নিবন্ধ ‘নতুন ভারতের অভ্যুদয়, যা ভীতিতে শাসিত’

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : যুক্তরাজ্যের নরউইচে অবস্থিত ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়ার সম-সাময়িক সাহিত্যের অধ্যাপক ও গ্রন্থাকার অমিত চৌধুরী রচিত ‘এ নিউ ইন্ডিয়া ইজ ইমার্জিং, অ্যান্ড ইট ইজ এ কান্ট্রি রুলড্ বাই ফিয়ার’ শিরোনামের সুদীর্ঘ নিবন্ধটি প্রকাশিত হয়েছে খ্যাতনামা গার্ডিয়ান পত্রিকায় গত ৮ অক্টোবর, ২০১৯। এখানে তারই চুম্বাকংশ তুলে ধরা হলো।

এতে লেখক লিখেছেন, দেশের প্রতি মোদীর দৃষ্টিপান হচ্ছে জনগণের ইতিহাস উপেক্ষা করে ভিন্ন মতপ্রকাশকে কন্ঠরুদ্ধ করা। তারই ব্যাখ্যায় বিবৃত যে, গত ৪০ বছরে যা ঘটেনি, তা গত চারমাসে নরেন্দ্র মোদী ও বিজেপি পুনরায় ক্ষমতাসীন হওয়ায় ঘটেছে। সেই ধারণাটি এখন বদ্ধমূল; কেননা ১৯৭৫-১৯৭৭ সালে প্রবর্তিত জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিকে তা ঢিঙিয়েছে। যৌক্তিক কারণ, নাগরিক নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সেটি কেবল মুসলমানের বিরুদ্ধে হিন্দু নয়, বরং কাশ্মীরীদের পুরো ভারতের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। ফলে বিজেপি অনুসৃত নতুন জাতির ধারণাটি পরস্পরের মাঝে অনাস্থার জন্ম দিয়েছে।

আরও বলেছেন, তিনি নিজেই প্রধানমন্ত্রী বরাবরে ক্রমবর্ধমান ধর্মীয় সহিংসতার বিষয়টি উত্থাপন করেছেন, যাতে ৪৮ জন খ্যাতনামা ভারতীয় চিত্রনির্মাতা, শিক্ষাবিদ, সক্রিয়কর্মী, শিল্পী ও লেখক প্রতিস্বাক্ষর করেছেন। ফলশ্রুতিতে বিহারের মোজাফ্ফরপুরে পুলিশকে আমাদের বিরুদ্ধে মামলা রুজু করতে বলা হয়েছে। তুলে ধরেছেন, আসামের ন্যাশনাল রেজিষ্টার অব সিটিজেনশীপ (এনআরসি) প্রসঙ্গটি, যা কেন্দ্রীয় সরকারের মদদপুষ্ট কার্যক্রম।

তাতে পরিসমাপ্তি টেনেছেন এই বলে যে, আমাদের অতীত বোধোদয়টি সৃষ্টি করেনি বৈচিত্র ধারণের সহাবস্থান। বরং আমাদের অনেকেই হয়ে ওঠেছেন উত্তর ভারতের অকৃতকার্য ব্রাহ্মণদের মতো, যারা হিন্দিকেই সরকারি ভাষা বানাতে চান, যা আমরা নই। এটা আত্মভোলা অবস্থান। বরঞ্চ আমাদের বোঝা উচিত ভারতে মতপার্থক্য থাকবে। এখন এটাই সময় অন্তরকে দেখে আমাদের যাত্রার পরিক্রমাকে অনুধাবণ ও গন্তব্যটি নিরূপণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়