আর রাজী : বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলো? এখন, মূলত "ভাল" ছেলে-মেয়েরা আর আইন ভাঙবে না কিন্তু বদমাইশগুলো ঠিকই সংঘবদ্ধ থাকবে। বাবা নেবে, ক্ষমতালব্ধ ও প্রলুব্ধ রাজনীতিকদের সাথে সম্পর্ক রাখবে। চাঁদাবাজি-টেন্ডারবাজি করবে, রাজনৈতিক সভায় নিজেদেরই "সরবরাহ" করবে। কেবল ভাল ছেলেমেয়েরা রাজনীতি করতে এলেই জানবে, "এটা বে-আইনি"। ফেসবুক থেকে
আর বুয়েটের শিক্ষকরা নিজেদের রাজনীতি নিষিদ্ধ করছেন! এটা বেশ কৌতুককর। বাঙলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আজকাল রাজনীতি করে না কি? তাদের অনেকে রঙবাজি করে, দল বেঁধে ধান্ধাবাজি করে। আর বুয়েটে তো সেটাও কম, সেখানে অধিকাংশ শিক্ষক ইহকালের আরাম-আয়েস-সুখ আদায় করে আর পরকালের অনন্ত সুখ নিশ্চিত করে। রাজনীতি সেখানে নাই। যা নাই, তাই তারা নিষিদ্ধ করেছে।