মহসীন কবির : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে বুয়েট ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।
এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আর কোন আবরার যেন লাশ হয়ে ফিরে না যায়, সেজন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোরাও করতে আসে প্রগতিশীর ছাত্রজোট। এসময় পুলিশের বাঁধার মুখে পড়ে আন্দোলনকারীরা।
বুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কালো পতাকা মিছিল করে ডাকসুর ভিপির নেতৃত্বে ছাত্র-শিক্ষক-অভিভাবকরা। রাজু ভাস্কর্যে অবস্থান ছিলো নিপিড়নবিরোধী অভিভাবক শিক্ষক শিক্ষার্থী জোটের।
গত রোববার (০৬ অক্টোবর) দিনগত রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে সোমবার (০৭ অক্টোবর) হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।