এম হালিম, সাভার: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
এসময় তারা তিন দফা আদায়সহ ভারতেরসাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান। বুধবার (৯অক্টোবর) দুপুরে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
এসময় ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে প্রায় ১৫ মিনিট যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মিছিলকারীরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে সাভার সিটি সেন্টারের সামনে ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় আয়োজিত মানববন্ধনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির নিশ্চিত করতে হবে, বুয়েটের ভিসিকে প্রত্যাহার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেওয়াসহ তিন দফা দাবি জানান।
মানববন্ধন থেকে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সোহেল রানা বলেন, কেন আজকে আমাদেরকে আবরার হত্যার বিচারের দাবিতে রাস্তায় দাড়াতে হয়, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
তিনি আরও বলেন, আজকে আমি এখানে কথা বলছি কিন্তু আমি জানিনা সুস্থ্যভাবে বাসায় যেতে পারবো কিনা। নামধারী সন্ত্রাসীরা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে নিহত আবরারের হত্যাকারীদের বিচার না হলে সারাদেশে ছাত্রজনতা দাবানল জ্বালিয়ে দিবে।আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।সম্পাদনা:জেরিন আহমেদ