শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

এম হালিম, সাভার: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এসময় তারা তিন দফা আদায়সহ ভারতেরসাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান। বুধবার (৯অক্টোবর) দুপুরে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে প্রায় ১৫ মিনিট যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মিছিলকারীরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এর আগে সাভার সিটি সেন্টারের সামনে ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় আয়োজিত মানববন্ধনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির নিশ্চিত করতে হবে, বুয়েটের ভিসিকে প্রত্যাহার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেওয়াসহ তিন দফা দাবি জানান।

মানববন্ধন থেকে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সোহেল রানা বলেন, কেন আজকে আমাদেরকে আবরার হত্যার বিচারের দাবিতে রাস্তায় দাড়াতে হয়, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।

তিনি আরও বলেন, আজকে আমি এখানে কথা বলছি কিন্তু আমি জানিনা সুস্থ্যভাবে বাসায় যেতে পারবো কিনা। নামধারী সন্ত্রাসীরা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে নিহত আবরারের হত্যাকারীদের বিচার না হলে সারাদেশে ছাত্রজনতা দাবানল জ্বালিয়ে দিবে।আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়