শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সরকার উলামা-মাশায়েখ বান্ধব সরকার, বললেন ধর্ম প্রতিমন্ত্রী

ওয়ালি উল্লাহ সিরাজ : সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশী আলেম-উলামা ও মাশায়েখগণের সঙ্গে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শুক্রবার রাতে ইউএই’র আজমান শহরের এক অভিজাত হোটেল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রতি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ প্রবাসী সকল আলেম-উলামা ও মাশায়েখগণের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও সু-সম্পর্ক গড়ে তুলছেন এবং এ সম্পর্কে উন্নয়নে তিনি যথেষ্ঠ আন্তরিক’।
‘জামায়াত একটি বিধ্বংসী দল, তারা ইসলাম ধর্মকে রাজনীতিতে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামের মূল্যবোধ নষ্ট করেছে। মানুষকে ধোকা দিয়েছে। তাদের প্রতিহত করে এই ধর্মকে রক্ষা করার কথাও বলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উলামা-মাখায়েখ বান্ধব’।

প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ তার আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কওমী শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত কার, শরিয়ত বিরোধী কোনো আইন পাশ না করার প্রতিশ্রুতি প্রদান ও ২০১৯ সালের হজ ব্যবস্থার উন্নয়নে দেশের ৫৮ জন বিশিষ্ট আলেমকে হজে পাঠানোসহ আলেম-উলামা ও পীর -মাশায়েখদের মূল্যায়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।’

মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার ধারাবাহিকতায় ধর্ম প্রতিমন্ত্রী ইসলামের প্রচার-প্রসার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ এ সময় বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, বিশ্ব ইজতেমার আয়োজনের জন্য টঙ্গীর জায়গা দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
সভায় প্রবাসী উলামা-মাশায়েখগণ আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করেন এবং সব সময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। উলামা-মাশায়েখ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা নূরুল কবির ও মীর কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়