শিরোনাম
◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সরকার উলামা-মাশায়েখ বান্ধব সরকার, বললেন ধর্ম প্রতিমন্ত্রী

ওয়ালি উল্লাহ সিরাজ : সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশী আলেম-উলামা ও মাশায়েখগণের সঙ্গে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শুক্রবার রাতে ইউএই’র আজমান শহরের এক অভিজাত হোটেল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রতি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ প্রবাসী সকল আলেম-উলামা ও মাশায়েখগণের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও সু-সম্পর্ক গড়ে তুলছেন এবং এ সম্পর্কে উন্নয়নে তিনি যথেষ্ঠ আন্তরিক’।
‘জামায়াত একটি বিধ্বংসী দল, তারা ইসলাম ধর্মকে রাজনীতিতে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামের মূল্যবোধ নষ্ট করেছে। মানুষকে ধোকা দিয়েছে। তাদের প্রতিহত করে এই ধর্মকে রক্ষা করার কথাও বলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উলামা-মাখায়েখ বান্ধব’।

প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ তার আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কওমী শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত কার, শরিয়ত বিরোধী কোনো আইন পাশ না করার প্রতিশ্রুতি প্রদান ও ২০১৯ সালের হজ ব্যবস্থার উন্নয়নে দেশের ৫৮ জন বিশিষ্ট আলেমকে হজে পাঠানোসহ আলেম-উলামা ও পীর -মাশায়েখদের মূল্যায়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।’

মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার ধারাবাহিকতায় ধর্ম প্রতিমন্ত্রী ইসলামের প্রচার-প্রসার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ এ সময় বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, বিশ্ব ইজতেমার আয়োজনের জন্য টঙ্গীর জায়গা দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
সভায় প্রবাসী উলামা-মাশায়েখগণ আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করেন এবং সব সময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। উলামা-মাশায়েখ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা নূরুল কবির ও মীর কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়