শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবলীগের শ্রেষ্ঠ সংগঠক সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বললেন যুবলীগ চেয়ারম্যান

সমীরণ রায়: যুবলীগের শ্রেষ্ঠ ইউনিটের শ্রেষ্ঠ সংগঠক ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বুধবার রাজধানীর গোলার টেক মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত মিরপুর-শাহআলী ও দারুসসালাম থানার অন্তর্ভুক্ত ওয়ার্ড নং ৭,৮,৯,১০ ও ১১ যৌথ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ননীতি, দূরদর্শী রাজনীতি এবং সুশাসনের কারণেই বিএনপির নেতিবাচক, দুর্নীতিগ্রস্থ,সন্ত্রাসী - জঙ্গীবাদ রাজনীতি আজ বোতলবন্দী।

তিনি বলেন, আজকের যুবলীগ ছিলো না বলেই ৭৫ এর ১৫ই আগষ্টে আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর হাতে যুবলীগ আঁছে বলেই দু:ষ্কৃতিকারীরা আরেকটা ১৫ ই আগষ্ট করার সাহস পাচ্ছে না তাই যুবলীগের ইতিবাচক ইমেইজ নষ্ট করার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগই গত দশ বছরে একমাত্র সংগঠন যারা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালি করেছে। নানা রকম কর্মসূচীর মাধ্যমে দলকে উদ্দীপ্ত করেছে। কেবল মেধা ও মননশীলতার চর্চাই নয়, আওয়ামী লীগের বিভিন্ন লোকসমাগমের জমায়াতগুলোতে প্রধান ভরসাই ছিল যুবলীগ। এমনকি বিভিন্ন সংকটে যেমন, ২০১৩-১৪ আন্দোলন, হেফাজতের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংকটে যুবলীগই সাহসীভাবে রাজপথে দাঁড়িয়েছে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, একই সাথে সংগঠনের ভেতর কেউ যেনো নৈতিকস্খলনজনিত কোন অপরাধ না করে সেজন্য শূন্যসহিষ্ণুতা নীতি নিয়ে চলে এ সংগঠন। এ জন্য যুবলীগের নিজস্ব ট্রাইব্যুনাল রয়েছে। এ ট্রাইব্যুনালে যুবলীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা তদন্ত ও অনুসন্ধান করা হয়। দোষী নেতা-কর্মী তিনি সেই হোন না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আসলামুল হক এমপি, ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়