শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয় থেকে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, তালিকায় বিএনপি নেতাদের নাম

 খালিদ আহমেদ : ভারত থেকে অস্ত্র পাচারের 'নতুন রুট' সিলেটের গোয়াইনঘাট। সীমান্তবর্তী হাট দিয়ে প্রায়ই অত্যাধুনিক অস্ত্র ঢুকছে বাংলাদেশে। ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান থেকে দেশে এসব অস্ত্র নিয়ে আসছে চোরাকারবারিরা। পুলিশ জানায়, শুধু পেশাদার সন্ত্রাসী নয়, এসব অস্ত্র পাচারে উঠে এসেছে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাদের নামও। তাই, রাজনৈতিক নাশকতার কাজে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও রয়েছে। ডিবিসি নিউজ

গোয়াইনঘাট সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের কাজ করতো আরব আলী, এই কাজে জড়িত ছিলো দু'বছর। তার ভাষ্য, অস্ত্র আসতো ভারতের লাকাটঘাটের অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে। এভাবে ৩টি চালানে মোট ১০ টি আগ্নেয়াস্ত্র দেশে আনে সে। মঙ্গলবার রাতে আরব আলীকে আটকের পর তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও দুটি রিভলবার।

এর আগে, গত বৃহস্পতিবার এই চক্রের আরও তিনজনকে তিনটি অত্যাধুনিক রিভলবার ও ১৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

পুলিশ জানায়, পাচার হয়ে আসা এসব আগ্নেয়াস্ত্রের অধিকাংশই রিভলভার। আর চোরাকারবারিদের মাধ্যমে এসব অস্ত্র চলে যায় দেশের বিভিন্ন স্থানে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, 'আটক আরব আলী মোট ১২টি অস্ত্র নিয়ে এসেছে। এর মধ্যে ১০টি অস্ত্রই বিভিন্ন মানুষের হাতে চলে গিয়েছে। সর্বশেষ চালানের যে চারটি অস্ত্র ছিলো, সে চারটির মধ্যে তিনটি অস্ত্রই ঢাকার যাত্রাবাড়িতে ধরা পড়েছে।'

পুলিশের দাবি, অবৈধ এসব অস্ত্র সংগ্রহকারীদের মধ্যে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের দু'জন নেতার নাম পাওয়া গেছে। তাই রাজনৈতিক সন্ত্রাসে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছেন তারা।

অস্ত্র চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করে কে, এই প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, 'স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ মূলত অস্ত্র চোরাচালানের এই রুট নিয়ন্ত্রণ করে। এর সঙ্গে, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনসার ওতপ্রোতভাবে জড়িত। ভারতের সীমান্ত থেকে আনার পর অস্ত্রগুলো যুবদলের ঐ নেতার কাছে পৌঁছে দেয়া হয়। পরে সে এটা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়।’

পুলিশ সুপার জানান, অস্ত্র চোরাচালান ঠেকাতে চোরাচালানের এসব পথ এবং চোরাচালানকারীদের ওপর আমাদের নজরদারি থাকবে। যে সমস্ত দিনে বর্ডার হাটে লোকজন বেশি যায় সেসব দিনে মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ।

কেএ/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়