শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর- ৩ আসনের নির্বাচন, নিজ দুর্গেই সংকটে জাতীয় পার্টি

খালিদ আহমেদ : নিজ দুর্গেই টাল-মাটাল জাতীয় পার্টি। রংপুর-৩ আসনে উপনির্বাচনে এরশাদপুত্র সাদকে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। এর প্রভাব পড়তে শুরু করেছে ভোটারদের মাঝে। তৃণমূলে দ্বন্দ্ব মেটাতে না পারলে সংকটে পড়বে দলটি।

রংপুর-৩ আসনে ৩২ বছর পর এমন সংকটে পড়লো জাপা। এই প্রথমবারের মতো প্রার্থী দেয়া নিয়ে দলটিতে দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদকে মনোনয়ন দেয়ায় বিভক্ত হয়ে পড়েছেন জেলার নেতাকর্মীরা।

গত সোমবার সাদ যখন মনোনয়নপত্র জমা দেন, তখন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ছাড়া দলের অন্য কোন বড় নেতাকে দেখা যায়নি।

রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, 'তৃণমূলের কথা যদি কেন্দ্র গুরুত্ব না দেয় তাহলে তো তৃণমূলের অবস্থান ঠিক রাখা কোনভাবেই সম্ভব না। সেক্ষেত্রে আমি মনে করি রাজনীতি যদি করতে হয়, রাজনীতির মত করতে হবে। দালালি করে রাজনীতি চলে না বেশিদিন।'

উত্তর বাংলা ডট কমের সম্পাদক ড. শ্বাশ্বত ভট্টাচার্য বলেন, 'ঢাকায় সমঝোতা করলে লাভ হবে না। সমঝোতাটি আসলে তৃণমূলে এসেই করতে হবে। সংকটটি তো তৃণমূলের। সাধারণ কর্মীদের সঙ্গে সমঝোতায় আসতে হবে, নইলে এই সংকট নিরসন হবে বলে মনে হয় না।'

তবে, বিভেদ ভুলে সবাই সাদের পক্ষে কাজ করবে বলে মনে করছেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, 'দলের সিদ্ধান্তের বাইরে আমার যাওয়ার কোন সুযোগ নেই। যারা মন খারাপ করে আছেন এটা স্বাভাবিক। কিন্তু, আস্তে আস্তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।'

কেএ/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়