শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে শিক্ষার্থী-পুলিশ উত্তেজনা, গাড়ি ভাংচুর

খালিদ আহমেদ : বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে আজিমপুর কলোনির কবরস্থানের গেইটে এই ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীরা একটি গাড়ি ভাংচুর করে। পরে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বহিরাগত এক ব্যক্তি তার আত্মীয়ের লাশের সঙ্গে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের আজিমপুর কলোনির কবরস্থানে আসে। তার প্রাইভেটকার কবরস্থানের গেটের সামনে পার্কিং করে রাখে। এসময় এক ছেলে সেখানে গাড়ি রাখতে তাকে নিষেধ করে। এ নিয়ে বাগবিতণ্ডার মাঝে গাড়ির মালিক ছেলেকে লাথি মারে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের ছাত্ররা গিয়ে গাড়ি ভাংচুর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে নিউমার্কেট থানা পুলিশ এলে ছাত্রদের সঙ্গে পুলিশেরও বাগবিতণ্ডা হয়। এতে ওই গাড়ি আরও ভাংচুর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ছাত্রবাসের সহকারী আবাসিক শিক্ষক (ওয়ার্ড ইন চার্জ) মো. আখতারুজ্জামান (সিনবাদ) ও প্রক্টরিয়াল বডির সহায়তায় বিষয়টির মীমাংসা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, গাড়ি রাখা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। খবর পাওয়ার সাথে সাথেই প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে যায়। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করেছি। বহিরাগতদের জন্যই ঘটনার সূত্রপাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়