মোহাম্মদ মাসুদ : রাজশাহীর মোহনপুর উপজেলার তাবলীগ জামাতের এক সদস্যের বিরুদ্ধে তার ১৩ সঙ্গীকে অচেতন করে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ডিবিসি নিউজ
উপজেলার কেশরহাট পৌরসভার টিলাহাটি দক্ষিণপাড়া জামে মসজিদে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ।
তিনি বলেন, সোমবার ১৪ সদস্যের তাবলিগ জামায়াতের একটি দল মসজিদে আসে। গতরাতে খাবারে ডালের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ১৩ জনকে অচেতন করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে রাসেল নামের এক তাবলীগ জামায়াতের সদস্য পালিয়ে যায়।
সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে স্থানীয় পৌরসভার মেয়র, পুলিশ ও চিকিৎসকরা মসজিদে গিয়ে তাদের ডেকে তোলেন জানিয়েছেন ওসি মোস্তাক আহমেদ।
কেশরহাট পৌরসভার উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইছাহাক আলী বলেন, তাবলীগের ১৩ জনকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। তবে সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সম্পাদনা : কায়কোবাদ মিলন