আসিফুজ্জামান পৃথিল : বালুচিস্তানের নেতা মেহরান মারি এই অভিযোগ করেছেন। মারি বলেন, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের সর্বোচ্চ চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু দেশটি বালুচিস্তানে নিজেরাই মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঙ্গে জড়িত। ইয়ন নিউজ
মারি বলেন, ‘আজ (বুধবার) পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিদেশী সাংবাদিক ও গণমাধ্যমকে পাকিস্তানের দখলকৃত কাশ্মীরে এসে দেখতে বলেছেন সেখানকার জনগন কতটা সুখে আছে। এই লোকটার কোনো লজ্জা নেই। এরাই বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার মতো জঘন্য কাজ করছে।’ মারির অভিযোগ চীন তাদের জিনজিয়ানের উইঘুর মুসলিমদের প্রতি যে অন্যায় আচরণ করছে তাতে নিরব সমর্থন দিয়ে পাকিস্তান সহযোগীর ভুমিকা পালন করছে। তিনি বলেন, ‘পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক পুলিশি ভুমিকায় দেখতে চাচ্ছে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য এদের অনেক কষ্ট। কিন্তু তারা চীনে মুসলিমদের উপরে কি হচ্ছে সে বিষয়ে অন্ধ। কারণ চীন তাদের অংশীদার। চীন বালুচিস্তানে হওয়া অপরাধেও পাকিস্তানের অংশীদার।’