শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঁচে আছেন স্টিভ জবস, বাস করছেন মিশরে!

লিহান লিমা: গত কয়েকদিন যাবত ইন্টারনেটে ঘোরাঘুরি করছে সাদা আলখেল্লা করা খোঁচা খোঁচা দাঁড়িতে এক ব্যক্তির ছবি। যাকে অ্যাপলের সিইও স্টিভ জবসের সঙ্গে মিলিয়ে ষড়যন্ত্রতত্ত¡বিদরা দাবি করছেন, জবসের মৃত্যুর বিষয়টি ভুয়ো এবং তিনি দিব্যি বেঁচে আছেন, রয়েছেন মিশরে। ডেইলি মেইল, হেভি ডট কম

সোমবার র‌্যাডিট ডট কম সাইটে অ্যাপলের প্রতিষ্ঠাতার সঙ্গে হুবহু মিলের এই ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর ২ হাজারেরও বেশি ব্যবহারকারী ছবিটির নিচে বলছেন, ‘এটি স্টিভ জবসের মতো নন, জবস-ই হবে।’ অন্যদিকে যে ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন তিনি এখনো ছবিটি কখন তোলা হয়েছে তা নিয়ে কিছু বলছেন না। একজন বলছেন, ‘তিনি মিশরকে ভালবাসতেন, এমনই সাধারণ জীবন যাপন করতে চাইতেন।’ আরেকজন বলেন, ‘যড়যন্ত্রতত্ত¡বাদ দিয়ে যদি বাস্তবতা দেখি, সত্যিটা হলো জবস এমন কাজ করার মতোই পাগলাটে ছিলেন।’ ছবিটির বড় সাদা পোশাক নিয়ে এক ষড়যন্ত্রতত্ত¡বিদ বলেন, ‘জবসের বৌদ্ধজম ও আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে আগ্রহ ছিলো।’ তবে অন্য বিশ্লেষকরা বলছেন, ছবিতে থাকা এই ব্যক্তি দেখতে স্টিভ জবসের মতো, কিন্তু স্টিভ জবস ননন। তারা দাবি করছেন, মিশরের এই ব্যক্তি অ্যানলগ ঘড়ি পরেছেন কিন্তু স্টিভ জবস পরতে অ্যাপল ওয়াচ। তবে ষড়যন্ত্রতত্ত¡বিদরা আসল স্টিভসকে চিনতে অ্যাপল ঘড়ির এই সূত্র নিয়ে হাসাহাসি করছেন।

পার্সোনাল কম্পিউটারের স্রষ্টা স্টিভস মারা গেছেন ২০১১ সালের ৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার পালো আলতোতে মারা গেছেন। সায়েন্টিফিক আমেরিকান জার্নাল বলছে, মৃত্যুর সময় তার বয়স ছিলো ৫৬ বছর। বেঁচে থাকলে তার বয়স এখন থাকতো ষাটের ঘরে। জবস দুর্লভ নিউরোএনডকরিন ক্যান্সারে ভুগছিলেন, ৮ বছর ধরে তার ডায়াগনসিস চলছিলো, যা কিনা যেসব ব্যক্তিদের প্যানক্রিয়াটিক ক্যান্সার থাকে তাদের তুলনায় অনেক দীর্ঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়