শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২ বছরে রোহিঙ্গা ইস্যুতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, বললেন রুমিন ফারহানা

হ্যাপি আক্তার : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রোহিঙ্গা বাংলাদেশে আাসার দু’বছর পার হয়েছে কিন্তু সরকার তাদের ফেরত পাঠাতে পারেনি। এটি সরকারের বিরাট ব্যর্থতা। অত্যন্ত দুঃখজনক যে সরকার কোনোভাবেই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বিবিসি বাংলা ৭:৩০

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে গত দুই বছরে যখনি সময় পেয়েছে তখনি দল কথা বলেছে। রোহিঙ্গা সমস্যা এটিই প্রথম নয়, ১৯৭৮-৯২ সালেও হয়েছে। এ দু’বারই বিএনপি সরকার ক্ষমতায় ছিলো এবং দু’বারই রোহিঙ্গাদের সফলতার সঙ্গে মিয়নমারে ফেরত পাঠাতে সক্ষম হয়। ১৯৭৮ সালে প্রত্যেকটি রোহিঙ্গা ফেরত যায় তাদের নিজ দেশে এবং ৯২ সালে ২ লাখ ৫০ হাজারের মধ্যে ২ লাখ ৪০ হাজারের মতো রোহিঙ্গা ফেরত যায়।

তিনি আরো বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) বার বার উদাহরণ দিচ্ছে বর্হিবিশ্ব তাদের সঙ্গে আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলো যারা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ডেকে নিয়ে যাবার ক্ষমতা রাখে তারা বার বার মিয়ানমারের পক্ষে কথা বলছে।

গত দুই বছরে রোহিঙ্গা ইস্যুতে কেন সরকার সফল হতে পারেনি? এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, একটি দেশে যখন অনির্বাচিত সরকার থাকে তখন স্বাভাবিকভাবেই সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়। এই সরকারকে নানান রকমের আপোষের মধ্য দিয়ে যেতে হয়। দেশের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল থাকে তেমনি, বিশে^র বড় বড় দেশগুলোর কাছে নত অবস্থা তৈরি হয়। এধরনের একটি সরকার বিশ্ব বাজারে দর-কষাকষিতে ভালো ফল পেতে পারে না।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, কিভাবে সমঝোতার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব তা অতীতে বিএনপি করে দেখিয়েছে। বিএনপি সরকারের সময় যে দু’বার রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিলো, সে দু’বারই সফলতার সঙ্গে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিএনপি।
তিনি বলেন, নির্বাচিত সরকারের গুরুত্ব সবসময় আলাদা হয়। বিশ্বের অন্যান্য দেশগুলো একটি নির্বাচিত সরকারের ন্যায্য কথাকে আমলে নিতে বাধ্য হয়। নৈতিক অবস্থায় যদি দেশের মধ্যে ভালো হয় তাহলে, নিশ্চয়ই বর্হিবিশ্বে একটি শক্তিশালি অবস্থান তৈরি হয়। ১৯৯২ সালে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এবার আমরা দেখেছি জাতিসংঘকে দূরে রেখে তারা (সরকার) দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে গেছে। সম্পাদনা : রাশিদুল/রাজু আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়