শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমাণ হেরোইন-ইয়াবাসহ আটক ১০

সুজন কৈরী : রাজধানীর মোহাম্মদপুর, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় রোববার পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২ ও ১০।

র‌্যাব-২ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে রোববার বেলা পৌনে ৩টার দিকে ব্যাটালিয়নের একটি দল মোহাম্মদপুরের রায়ের বাজারস্থ সুলতানগঞ্জের মেকাব খান রোডের ৩২/৩২ বাড়িতে অভিযান চালান। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে সুশীল মণ্ডল (৩৫) ও মো. আবির ওরফে আয়ব (৩৫) নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪২০ পুড়িয়া (৭০ গ্রাম) হেরোইন, ৩টি মোবাইল ও মাদক বিক্রির ২৩ হাজার ৪শ টাকা জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের বর্তমান বাজারে মূল্য আনুমানিক ১ লাখ ২৬ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জিজ্ঞসাবাদে আটককৃতরা জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বল্প মূল্যে হেরোইন কেনে নিজেদের হেফাজতে রেখে কেনা-বেচা করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল ব্যবহার করে সীমান্ত পথ থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা (নিষিদ্ধ মাদক) হেরোইন স্বল্প মূল্যে ক্রয় করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এদিকে র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল রোববার বিকেল সাড়ে ৪টায় নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ১২৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- সুমন হোসেন (২১), মো. আশিক হোসেন (২৩) ও শাহিনা বেগম (২৮)। এ সময় তাদের তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ও নগদ ৬শ টাকা জব্দ করা হয়।

এছাড়া একইদিন বেলা সাড়ে ৩টায় ব্যাটালিয়নের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মো. মাইনুউদ্দীন (৩৬) ও মো. আমির হোসেন (৩০) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬শ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, শনিবার রাতে চকবাজার এলাকা থেকে ৫১ পিস ইয়াবা, নগদ ৫শ টাকা, ২টি মোবাইল ফোনসহ মো. রায়হান (২২), মো. আসিফ (২২) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ব্যাটালিয়নটি। এছাড়া শনিবার বংশালের সুলতান পার্ক সংলগ্ন আবুল হাসনাত রোডে অভিয়ান চালিয়ে ৪০পিস ইয়াবা, ১টি মোবাইলসহ মো. জাহিদ (৩৫) নামের একজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব-১০। সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়