শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুন শেষে খেলাপি ঋণ অবলোপনসহ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে

হ্যাপি আক্তার : ঋণখেলাপিদের নানা সুযোগ সুবিধা দেয়ার পরও মন্দ ঋণ না কমে, উল্টো বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত নতুন করে খেলাপি ঋণ বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। ইনডিপেনডেন্ট টেলিভিশন ৮:০০

জুন শেষে খেলাপি ঋণ অবলোপনসহ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তবে, বাংলাদেশ ব্যাংক বলছে, তদারকি জোরদার করায় পরের প্রান্তিকে কমে আসবে খেলাপির পরিমাণ।

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই আ হ ম মুস্তফা কামাল ঘোষণা দিয়েছিলেন, নতুন করে খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। এজন্য তিনি ঋণখেলাপিদের জন্য বিভিন্ন সুবিধা ও ছাড়ের ব্যবস্থা করেন। ঋণ অবলোপনের সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়।

ঋণ শ্রেণিকরণের সময়সীমায় ছাড় ও বিশেষ পুনঃতফসিল নীতিমালাও করা হয়। এরপরও খেলাপি ঋণের লাগাম টানতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের জুন শেষে অবলোপন বাদে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১১.৬৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণ আদায় জোরদারে নিয়মিত চাপ দেয়া হচ্ছে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, নিয়ম ভঙ্গ না করে বেশি পরিমাণে ঋণ না দিয়ে, যারা প্রকৃতপক্ষে যারা ভালো গ্রাহক তাদের ঋণ দেয়ার নির্দেশনা দেয়া আছে।

ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, যে ধরনের সহযোগিতা এবং রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন, সে জায়গায় অনেক বড় ধরনের ঘাটতি আছে।

জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ সবচেয়ে বেশি, ৫৩ হাজার ৭৪৪ কোটি টাকা। আর বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। সম্পদনা : রাজু আহ্সান/রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়