শিরোনাম

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলায় অভিযুক্ত দুই রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফরহাদ আমিন : টেকনাফ উপজেলার লেদা জাদিমুড়া পাহাড়ে শনিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উখিয়া বালুখালী ক্যাম্পে ব্লক-এ,৩১নং এর বাসিন্দা আ. আজিজের ছেলে আব্দুল শুক্কুর (২৫) ও লেদা জাদিমুড়া ক্যাম্পে বাসিন্দা সাব্বির আহাম্মদের ছেলে মো. শাহ(৩৮)। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মনসুর, এএসআই জামাল ও কনস্টেবল, লিটন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফে জাদিমুড়া পাহাড়ে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার পলাতক আসামিরা অবস্থান নেয়- এমন তথ্য পাওয়া যায়। সে তথ্যের ভিত্তিতে রাতেই সেখানে অভিযানে গেলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

তিনি আরো বলেন,তাদের সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো.আব্দুল শুক্কুর ও মো. শাহকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার নির্দেশ দেন। সেখানে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি এলজি আগ্নেয়াস্ত্র ,৯রাউন্ড তাজা কার্তুজ,১২রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়